অভিযানের রাশ আলগা, ফের প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগের রমরমা চারপাশে
- Published by:Suman Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Plastic ban: ফের শুরু হয়েছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার!
#বর্ধমান: অভিযান একরকম বন্ধ। সেই সুযোগে বর্ধমান শহরে দেদার ব্যবহার শুরু হয়েছে নিষিদ্ধ প্ল্যাস্টিক ক্যারি ব্যাগের। বর্ধমান পৌরসভা পুজোর আগে এই ক্যারি ব্যাগ বন্ধে জোরদার অভিযান চালিয়েছিল। তাতে ক্যারি ব্যাগের ব্যবহার অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু ধারাবাহিকতার অভাবে ফের এই ধরনের ক্যারি ব্যাগের ব্যবহার শুরু হয়ে গিয়েছে।
একবার ব্যবহার উপযোগী প্ল্যাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার গোটা রাজ্যে নিষিদ্ধ। অথচ বর্ধমান শহরে এই ধরনের ক্যারি ব্যাগ ব্যবহার চলছে দেদার। রাস্তার ধারের ফলের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, মাছের বাজার, সবজি বাজার সর্বত্র ফের শুরু হয়েছে নিষিদ্ধ প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগের রমরমা।
আরও পড়ুন- একের পর এক ডলফিনের মৃত্যু, গঙ্গায় ভয়ঙ্কর মৃত্য়ুফাঁদ ইলেকট্রিক জাল
মিষ্টি বিক্রেতারা বলছেন, কাগজের ঠোঙায় রসের মিষ্টি ক্রেতাদের দেওয়া যাচ্ছে না। মিলছে না মাটির ভাঁড়ও। বাধ্য হয়েই প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। মাছ বিক্রেতারাও বলছেন, ক্রেতারা মাছ কেনার পর প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগের খোঁজ করছেন। ব্যবসা চালু রাখতে সেই ক্যারি ব্যাগ রাখতেই হচ্ছে।
advertisement
advertisement
কয়েক মাস আগে শহরজুড়ে অভিযান চালায় পৌরসভা। সেখানে প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বেশ কয়েকজন ব্যবসায়ীকে প্ল্যাস্টিকের নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়। তার আগে অনেক টাকা খরচ করে ফ্লেক্স টাঙিয়ে মাইকে প্রচার করে বাসিন্দাদের এ ব্যাপারে সচেতন করা হয়েছিল। কিন্তু তাতে বিশেষ কাজের কাজ কিছু হয়নি।
প্রথম প্রথম লুকিয়ে চুরিয়ে প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার চলছিল। অভিযানের রাশ আলগা হতেই ফের বাজারে প্রকাশ্যেই তার ব্যবহার শুরু হয়েছে।
advertisement
এই ব্যাপারে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, একবার ব্যবহার উপযোগী প্ল্যাস্টিকের ক্যারি ব্যাগ বিরুদ্ধে অভিযান এখনও চলছে।
আরও পড়ুন- Nadia News: অবশেষে ফিরে পাওয়া! শখের মোবাইল ফেরত পেয়ে খুশির আমেজ নদিয়ায়
পুরসভার কর্মী আধিকারিকরা বিভিন্ন বাজারে হানা দিচ্ছেন। নিষিদ্ধ প্ল্যাস্টিক ব্যবহারকারীদের জরিমানাও করা হচ্ছে। জনগণ সচেতন না হলে একা পুরসভার পক্ষে তা বন্ধ করা সম্ভব নয়। তবে এ ব্যাপারে অভিযানে আরও বেশি জোর দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 27, 2022 5:47 PM IST