৪ দিন পর খোঁজ মিলল বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ রোগীর
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
#বর্ধমান: চার দিন পর খোঁজ মিলল বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ রোগীর। হাসপাতাল জুড়ে নিরাপত্তার কড়াকড়ি থাকলেও এই ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছে রোগীর পরিবার। তবে কীভাবে পালাল রোগী তা নিয়ে রয়ে গিয়েছে রহস্যই।
খিঁচুনির উপসর্গ নিয়ে বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজে ভরতি হন মেমারির বাসিন্দা নিতাই সোরেন। শুক্রবার তাঁর সিটি স্ক্যানের জন্য স্টেচার আনতে যান মেয়ে সরস্বতী সোরেন। ফিরে এসে দেখেন বেডে নেই নিতাই সোরেন।
হাসপাতাল কর্তৃপক্ষকে নিখোঁজের কথা জানালেও লাভ হয়নি। থানায় নিখোঁজ ডায়ারি করে নিতাই সোরেনের পরিবার। অভিযোগ সেই সময় দুব্যবহার করে কর্তৃপক্ষ।
advertisement
advertisement
ঘটনায় রোগীর পরিবারের দিকেই অবহেলার অভিযোগ তোলেন হাসপাতালের ডেপুটি সুপার।
অবশেষে বর্ধমান শহরে ঘোরাঘুরি করতে দেখা যায় নিতাই সোরেনকে। সেখান থেকেই নিতাই সোরেনকে উদ্ধার করে পুলিশ। বর্ধমান মেডিক্যাল কলেজ জুড়ে রয়েছে প্রায় দুশো সিসিটিভি। রোগী নিখোঁজের মত ঘটনা কমাতে এই ক্যামেরাগুলিতেও আরও নজরদারির কথা বলছেন রোগীর পরিজনরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2020 2:32 PM IST