Patharpratima Tiger Panic: স্বস্তি বেশি ক্ষণ টিকল না, পাথরপ্রতিমায় ফিরল বাঘের আতঙ্ক, শ্রীধরনগরের পর এবার জি-প্লট

Last Updated:

পাথরপ্রতিমায় ফিরল বাঘের আতঙ্ক! শ্রীধরনগরের পর এবার জি-প্লটে বাঘের আতঙ্ক! ৭ দিন আগে শ্রীধরনগরে বাঘের থাবার ছাপ দেখা গিয়েছিল। কিন্তু ২ দিন আগেই বন দফতর জানায়, শ্রীধরনগরের সেই বাঘ নদী পেরিয়ে ধোনচির জঙ্গলে ঢুকে গিয়েছে

Representative Image(File Photo)
Representative Image(File Photo)
পাথরপ্রতিমা: পাথরপ্রতিমায় ফিরল বাঘের আতঙ্ক! শ্রীধরনগরের পর এবার জি-প্লটে বাঘের আতঙ্ক! ৭ দিন আগে শ্রীধরনগরে বাঘের থাবার ছাপ দেখা গিয়েছিল। কিন্তু ২ দিন আগেই বন দফতর জানায়, শ্রীধরনগরের সেই বাঘ নদী পেরিয়ে ধোনচির জঙ্গলে ঢুকে গিয়েছে!
সবে মাত্র হাঁফ ছেড়েছিল স্থানীয়রা, কিন্তু স্বস্তি বেশি ক্ষণ স্থায়ী হল না। পাথরপ্রতিমায় ফের বাঘের আতঙ্ক। এবার জি-প্লটে বাঘ মামার আশঙ্কা। মনে করা হচ্ছে, শ্রীধরনগরে বাঘটাই হয়তো ধোনচির জঙ্গল হয়ে জি-প্লটে ঢুকতে পারে। সতর্কতায় আগেভাগেই মাইকিং শুরু করেছেন বনকর্মীরা।
শ্রীধরনগরে বাঘ ধরতে কোনও খামতিই রাখেননি বন দফতর। কিন্তু কাজে লাগেনি ছাগলের টোপ। সারা রাত খাঁচা পেতে রেখেও ধরা পড়েনি বাঘ। বলাই বাহুল্য, বাঘটি খুবই বুদ্ধিমান। বেশ‌ কয়েকদিন ধরেই বনকর্মীদের বোকা বানাচ্ছিল। ঢুকে পড়ে পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের লোকালয়ে। কিন্তু হাল ছাড়েনি বনদফতর। বাঘটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে অভিজ্ঞ বনকর্মীদের নামানো হয়। গ্রামবাসীদের বাঁচাতে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে লোকালয়ের দিকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়।
advertisement
advertisement
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঠাকুরান নদীর উল্টো দিকে ধোনচি তথা ঢুলিভাসানীর জঙ্গল থেকে বাঘটি হয়তো খাবারের সন্ধানে লোকালয়ের জঙ্গলে ঢুকে পড়ে। বাঘের ভয়ে এলাকার মৎস্যজীবীরা জঙ্গলের খাঁড়ি ও নদীতে মাছ ধরতেও যেতে পারছিলেন না। যখন বাঘের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল, তখন বাঘটি উত্তর দিক থেকে সোজা দক্ষিণ দিকে তমলুকপাড়ার কাছে চলে আসে। কিন্তু ২ দিন আগেই বাঘটি ফের চলে যায় ধোনচির জঙ্গলে! কিন্তু এবার সেই জঙ্গল থেকেই হয়তো বাঘটি আবার জি-প্লটে ঢুকেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Patharpratima Tiger Panic: স্বস্তি বেশি ক্ষণ টিকল না, পাথরপ্রতিমায় ফিরল বাঘের আতঙ্ক, শ্রীধরনগরের পর এবার জি-প্লট
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement