Passion Of Book Writtng: জন্মেছেন জঙ্গলমহলে, প্রথমে শিক্ষকতা পরে বিদ্যালয় পরিদর্শক, ইচ্ছাপূরণ করলেন অবসরে

Last Updated:

Passion Of Book Writtng: অবসর কাটে এভাবে, প্রকাশ করেছেন ১৭ টা বই প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক

+
অবসরপ্রাপ্ত

অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক 

পশ্চিম মেদিনীপুর: কর্ম জীবন থেকে শুরু লেখালেখি। প্রথম জীবনে শিক্ষকতা করলেও, পরে তিনি জেলা বিদ্যালয় পরিদর্শক হিসেবে নিজের দায়িত্বভার সামলেছেন। বিভিন্ন সময়ে লিখেছেন একাধিক বিষয়ে। কখনও গবেষণাধর্মী, কখনও লোকসংস্কৃতি, আবার কখনও বিভিন্ন ধরনের প্রবন্ধ ফুটে উঠেছে তার লেখনীতে। জঙ্গলমহল ঝাড়গ্রামের একাধিক বিভিন্ন লোকসংস্কৃতি এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রকাশ করেছেন বই। মেদিনীপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক মধুপ দে। শিক্ষকতা জীবন থেকে বিদ্যালয় পরিদর্শক, দায়িত্ব পরপর কঠিনতর হলেও লেখনি তার বন্ধ হয়নি। তবে অবসর জীবনেও তিনি লেখালেখি চালিয়ে রেখেছেন। এই লেখালেখি এবং বই প্রকাশ যেন তার অবসর যাপনের অক্সিজেন। অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল, তবে অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক সারাদিন যা যা করেন, জানলে অবাক হবেন।
প্রথম জীবনে তিনি ছিলেন শিক্ষক। বাংলা বিষয় নিয়ে শিক্ষকতা করেছেন বিদ্যালয়ে। এরপর তিনি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অবর বিদ্যালয় পরিদর্শক এবং পরে তিনি হন সহকারী বিদ্যালয় পরিদর্শক হন।এরপর পুরুলিয়া জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পদে আসীন থেকে অবসর গ্রহণ করেন।স্বাভাবিকভাবে কর্মব্যস্ত জীবন। শিক্ষা বিভাগে কাজ করার সুবাদে তিনি বেশিরভাগ সময়ে পড়াশোনার সঙ্গে কাটাতেন। তবে ছোট থেকেই তার বই পড়ার প্রতি শখ। সেই শখকে জিইয়ে রেখেছেন অবসরের পরেও। কর্মজীবনে লিখেছেন প্রায় চারটি বই। কর্মজীবনের পরে তার সর্বমোট প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ১৭।কর্ম জীবন থেকে অবসরের পর নতুন জীবনে প্রবেশ করেছেন এই অবসরপ্রাপ্ত এই বিদ্যালয় পরিদর্শক।
advertisement
advertisement
জন্মসূত্রে তিনি জঙ্গলমহল ঝাড়গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে তিনি ঘুরেছেন জঙ্গলমহলে একাধিক জেলায়। কখনও পুরুলিয়া আবার কখনও অবিভক্ত মেদিনীপুরে দিন কাটিয়েছেন। তবে বর্তমানে তিনি মেদিনীপুর শহরের স্থায়ী বাসিন্দা। প্রায় দশ বছরেরও বেশি সময় তিনি অবসর নিয়েছেন। তবে অবসর গ্রহণের পর আরও বেশি করে লেখালেখি করেন বই। তার লেখা বই লোকায়ত সংস্কৃতি, গ্রাম বাংলার রুচি, ভ্রমণ, এবং গবেষণাধর্মী। ঝাড়গ্রামের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে লিখেছেন বই যা আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও জঙ্গলমহল কেন্দ্রিক একাধিক বই প্রকাশ করেছেন। যার মধ্যে বেশিরভাগ গবেষণামূলক।
advertisement
মেদিনীপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক মধুপ দে।কর্মজীবনে তিনি প্রাথমিক শিক্ষার নবপর্যায়, সর্বশিক্ষা অভিযান ও কিছু ভাবনা, বিদ্যালয়ে পরিদর্শনের ইতিহাস সম্পর্কে বই লিখেছেন। যা শিক্ষা বিভাগের কাছে এক সম্পদ। এরপর অবশ্য অবসর জীবনে তিনি মূলত ঝাড়গ্রাম কেন্দ্রিক একাধিক বই প্রকাশ করেছেন। রয়েছে মেদিনীপুরের নানা কথা সম্পর্কিত বইও। রয়েছে উপন্যাস, প্রবন্ধ, এমনকি ভ্রমণ মূলক বই। সকাল থেকে সন্ধ্যা বই এর মধ্যেই সময় কাটে তার। চলে লেখালেখি। নিজেকে ব্যস্ত রেখেছেন পড়াশোনার সঙ্গে। স্বাভাবিকভাবে অবসর জীবনে বার্ধক্য কোনওভাবেই গ্রাস করতে পারেনি তাকে। দিব্যি যুবদের মতচলছে তার দিন। আগামী যুব প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Passion Of Book Writtng: জন্মেছেন জঙ্গলমহলে, প্রথমে শিক্ষকতা পরে বিদ্যালয় পরিদর্শক, ইচ্ছাপূরণ করলেন অবসরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement