হাওড়া-খড়গপুর শাখায় যাত্রী ভোগান্তি, কেন এত ট্রেন লেট? জেনে নিন আসল কারণ

Last Updated:

২ দিন আগে সিস্টেম আধুনিকীকরণের কাজ সমাপ্ত হলেও সিগন্যাল-সহ বিক্ষিপ্ত কিছু সমস্যার জেরে দক্ষিণপূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় যাত্রী ভোগান্তি। অনেক ট্রেন লেট।

+
সিস্টেম

সিস্টেম আধুনিকীকরণ কাজ সম্পন্ন হলেও বিক্ষিপ্ত কিছু ঘটনার জেরে যাত্রী ভোগান্তি

হাওড়া: সাঁতরাগাছি স্টেশনে ট্রেন চলাচলের সিস্টেম যান্ত্রিক ত্রুটির জেরে চরম দুর্ভোগের মধ্যে রেল যাত্রীরা। সোমবার থেকে ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও সময় ও পরিবর্তন বহু ট্রেনের। হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে কার্যত আটকে পড়েছেন বহু যাত্রী।
সোমবার থেকে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় ভোগান্তি। সিগন্যাল সিস্টেম আপডেট-এর কাজ গত দুদিন আগে সম্পন্ন হলেও বিক্ষিপ্ত কিছু ত্রুটির কারণে যাত্রী ভোগান্তি দেখা দিচ্ছে। তার জেরে হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন আটকে থাকছে। পরে দুরপাল্লার একাধিক ট্রেন সময় পরিবর্তন হয়। অন্যদিকে, বহু লোকাল ট্রেন দেরিতে চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে নন ইন্টারলকিং কাজ চলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
সাঁতরাগাছিতে ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজের জন্য গত ৩০ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা হয়েছিল আগেই। যাত্রীদের আগামিদিনে ভাল পরিষেবা দিতেই রেলের তরফে এই পদক্ষেপ। কিন্তু রবিবার সেই কাজের দিন শেষ হয়ে গেলেও সোমবার পর মঙ্গলবার বড় ধাক্কা খায় সিগন্যালিং সিস্টেম।
advertisement
আরও পড়ুন- দিঘায় ধুন্ধুমার, হোটেল মালিককে মারধর, খুনের চেষ্টার অভিযোগ, আটক ৩ পর্যটক
বেশিরভাগ ট্রেনের যাত্রাপথ সাঁতরাগাছি হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলুকনামা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে। বাতিল করা হয় হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস।
advertisement
রেলের জনসংযোগ আধিকারিক জানান, দুদিন আগে আধুনিক সিস্টেমের কাজ সফলভাবে শেষ হয়েছে। তার পরবর্তী সময় বিক্ষিপ্ত কিছু ছোট ছোট সমস্যার কারণে এই ভোগান্তি। ট্রেন না পেয়ে ইতিমধ্যেই চরম ভোগান্তিতে যাত্রীরা। ভোগান্তিতে অফিস যাত্রী থেকে দূরপাল্লার যাত্রীরা। বেশ কিছু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় গরমে আটকে নাভিশ্বাস উঠছে বহু যাত্রীর। ট্রেন কখন ছাড়বে জানেন না কেউ। অনেকে দক্ষিণ ভারতে চিকিৎসার জন্য যাচ্ছিলেন যাঁরা, তাঁদের ভোগান্তি চরমে ওঠে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাওড়া-খড়গপুর শাখায় যাত্রী ভোগান্তি, কেন এত ট্রেন লেট? জেনে নিন আসল কারণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement