Paschim Medinipur: রাস্তার গর্তের ধারেই ছিপ নিয়ে দাঁড়িয়ে পড়লেন, কাণ্ডটা ঠিক কী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মেদিনীপুর শহরের মধ্যে দিয়ে লরি যাতায়াত বন্ধ থাকায়, ওভারলোড লরি গুলি কুইকোটা হয়ে জাতীয় সড়ক ধরে শহর থেকে বেরিয়ে যায়। অথচ ওই রাস্তার বেহাল দশা।
#পশ্চিম মেদিনীপুর: রাস্তা নয় যেন পুকুর। আর তাই রাস্তা অবরোধ করে জমা জলে ছিপ ফেলে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানাল স্থানীয়রা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের ৪ নম্বর ওয়ার্ড এলাকার। স্থানীয় মানুষের অভিযোগ, এই রাস্তার উপর দিয়ে ওভার লোডিং গাড়ি যাতায়াত করায় রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যা দেখলে মনে হবে রাস্তার মাঝে ডোবা। তাই রাস্তার মাঝে সৃষ্টি গর্তে জমা জলে ছিপ দিয়ে মাছ ধরে অভিনব কৌশলে প্রতিবাদে সোচ্চার হল স্থানীয় মানুষেরা। মেদিনীপুর পুরসভার অন্তর্গত ৪ নং ওয়ার্ডের কুইকোটা বিডিও অফিস লাগোয়া রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ এলাকার মানুষ।
প্রায়শই এই রাস্তায় ঘটছে দুর্ঘটনা। তাই অবিলম্বে বেহাল রাস্তার মেরামতের দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার কাউন্সিলার প্রশান্ত মান্ডি। তিনি বলেন, এই রাস্তাটি PWD, MKDA করেছিল। তাই পুরসভা হস্তক্ষেপ করতে পারে না। তবে এলাকার মানুষদের দাবি নাহ্য।
advertisement
advertisement
তিনি রাস্তা মেরামতের জন্য মেদিনীপুর পুরসভায় বোর্ড মিটিংএ আলোচনা করে সমাধান করার চেষ্টা করবেন বলে এলাকার মানুষদের আশ্বাস দেন।প্রসঙ্গত, এই রাস্তার উপর দিয়ে বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত। অন্যদিকে মেদিনীপুর শহরের মধ্যে দিয়ে লরি যাতায়াত বন্ধ থাকায়, ওভারলোড লরি গুলি ঐ রাস্তা দিয়ে কুইকোটা হয়ে জাতীয় সড়কে ধরে শহর থেকে বেরিয়ে যায়। ফলে প্রতিদিনই এই রাস্তা দিয়ে শতাধিক লরির যাতায়াত। তাই রাস্তার এই বেহাল দশা।
advertisement
Partha Mukherjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2022 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur: রাস্তার গর্তের ধারেই ছিপ নিয়ে দাঁড়িয়ে পড়লেন, কাণ্ডটা ঠিক কী