সাক্ষাৎ 'বিজ্ঞানী', একাধিক উদ্ভাবনী আবিষ্কার! IIT খড়্গপুরের প্রাক্তনী পাচ্ছেন এসআরসি ইনোভেশন অ্যাওয়ার্ড

Last Updated:

SRC Innovation Award 2025: অধ্যাপক কৃষ্ণেন্দু চক্রবর্তী একটি অভিনব ডিজাইন-ফর-টেস্ট আর্কিটেকচারের পথিকৃৎ হিসেবে এই পুরস্কার পেতে চলেছেন। এই প্রযুক্তি সেমিকন্ডাক্টর শিল্প জুড়ে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে।

অধ্যাপক কৃষ্ণেন্দু চক্রবর্তী
অধ্যাপক কৃষ্ণেন্দু চক্রবর্তী
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ১৯৮৬ সালে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আইআইটি খড়গপুর থেকে বিটেক পাস করেছেন। বর্তমানে তিনি আরিজোনা স্টেট ইউনিভার্সিটির মাইক্রো ইলেকট্রনিক্সের অধ্যাপক। সম্প্রতি সেমিকন্ডাক্টর রিসার্চ কর্পোরেশন আয়োজিত এসআরসি ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫ পেতে চলেছেন আইআইটি খড়্গপুরের প্রাক্তনী অধ্যাপক কৃষ্ণেন্দু চক্রবর্তী। এই বিশেষ সম্মাননা পাওয়ায় খুশির হাওয়া আইআইটিতে।
ইতিমধ্যেই আইআইটির তরফে অধ্যাপক কৃষ্ণেন্দু চক্রবর্তীকে অভ্যর্থনা জানানো হয়েছে। দ্রুত ত্রুটি শনাক্তকরণ এবং অ্যাডভান্স থ্রিডি ইন্টিগ্রেটেড সার্কিটের ফলন এবং নির্ভরযোগ্যতা উন্নতিকরণের এক উদ্ভাবনী আবিষ্কার এনে দিয়েছে এই সম্মান। তার এই আবিষ্কার বিশ্ব দরবারে এক আলোড়ন সৃষ্টি করেছে। যা বিভিন্ন ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুনঃ ভাড়ার জেরক্সের দোকান থেকে লাখ টাকার ব্যবসা! কীভাবে সম্ভব করলেন দুই ভাই? অবাক পাড়াপড়শি
অধ্যাপক কৃষ্ণেন্দু চক্রবর্তী একটি অভিনব ডিজাইন-ফর-টেস্ট আর্কিটেকচারের পথিকৃৎ হিসেবে এই পুরস্কার পেয়েছেন। যা থ্রু-সিলিকন ভায়াসের প্রি-বন্ড প্যারামেট্রিক পরীক্ষা সক্ষম করে। এই প্রযুক্তি সেমিকন্ডাক্টর শিল্প জুড়ে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যা ইন্টেল, স্যামসাং, টিএসএমসি, কোয়ালকম, এনএক্সপি এবং মেন্টর গ্রাফিক্সের মতো শীর্ষস্থানীয় উদ্ভাবকদের দ্বারা গ্রহণ করা হয়েছে। তার এই বিশেষ সম্মাননা অর্জন তার গবেষণার শ্রেষ্ঠত্বের উত্তরাধিকারের উপর ভিত্তি করে তৈরি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মনোযোগ বাড়াতে ধ্যানের জুড়ি মেলা ভার! ‘এই’ সরকারি স্কুল পড়ুয়াদের ‘বিদ্যাসাগর’ গড়তে চায়, নিয়েছে দারুণ উদ্যোগ
SRC-এর অ্যারিস্টটল পুরস্কার (২০২০) এবং টেকনিক্যাল এক্সিলেন্স পুরস্কার (২০১৮) প্রাপক, অধ্যাপক চক্রবর্তী সেমিকন্ডাক্টর ল্যান্ডস্কেপ গঠন করে চলেছেন। ASU-তে তিনি সাউথওয়েস্ট অ্যাডভান্সড প্রোটোটাইপিং (SWAP) হাবের CTO এবং ASU সেন্টার ফর সেমিকন্ডাক্টর মাইক্রো ইলেক্ট্রনিক্সের (ACME) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, গবেষণা থেকে বাস্তব-বিশ্বের প্রয়োগে তার এই আবিষ্কারকে এগিয়ে নিয়ে গিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৯৫০টি পিয়ার-রিভিউ করা প্রকাশনা, প্রায় ৩০টি বই এবং ২৪টি পেটেন্টের মাধ্যমে, তার অসাধারণ বৃত্তি থ্রিডি আইসি, ভিন্নধর্মী ইন্টিগ্রেশন, এআই অ্যাক্সিলারেটর, হার্ডওয়্যার সিকিউরিটি, মাইক্রোফ্লুইডিক বায়োচিপ এবং স্বাস্থ্যসেবার জন্য এআই-এর উপর বিস্তৃত, যা তাকে কেবল একজন শীর্ষস্থানীয় গবেষকই করে না, বরং প্রযুক্তির সীমানাকে এগিয়ে নিয়ে যাওয়ার একজন দূরদর্শীও করে তোলে। এসআরসি ইনোভেশন অ্যাওয়ার্ড এসআরসি গবেষণার মাধ্যমে সৃষ্ট উদ্ভাবনী পেটেন্ট এবং বৌদ্ধিক সম্পত্তিকে (আইপি) সম্মানিত করে যা বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর শিল্পে রূপান্তরমূলক প্রভাব এবং স্থায়ী উদ্ভাবন হিসেবে প্রদান করেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাক্ষাৎ 'বিজ্ঞানী', একাধিক উদ্ভাবনী আবিষ্কার! IIT খড়্গপুরের প্রাক্তনী পাচ্ছেন এসআরসি ইনোভেশন অ্যাওয়ার্ড
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement