এলাকা দখলের লড়াই ঘিরে ধুন্ধুমার পাড়ুই, দফায় দফায় চলে বোমাবাজি
Last Updated:
#পারুই, বীরভূম: এলাকা দখলের লড়াইকে ঘিরে ফের উত্তপ্ত বীরভূম জেলার পাড়ুই। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দুই দলের বিরুদ্ধেই। দফায় দফায় চলে বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালাতে হয় পুলিশকে। এলাকায় মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স। আতঙ্কে গ্রামছাড়া বহু মানুষ।
শনিবার রাত থেকে শুরু হওয়া ঝামেলা গড়াল রবিবার দুপুরেও। তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পাড়ুইয়ের সাত্তোর গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া। অভিযোগ, শেখ মঙ্গলের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এই ঘটনাকে কেন্দ্র করে, দুই রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে বোমাবাজি। তৃণমূল কংগ্রেসের দাবি, মিলন শেখ সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেন। প্রতিশোধ নিতেই বিজেপি তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
advertisement
তৃণমূলের অভিযোগ, বিজেপি নানা ভাবে পাড়ুইয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিজেপির অভিযোগ, তাদের সমর্থক জাফর শেখের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। এই অভিযোগেই রবিবার সকাল থেকে এই ঘটনার প্রভাব ছড়িয়ে পড়ে পাশের ভেড়ামরি ও বেলুটি গ্রামেও। সংঘর্ষ থামাতে পুলিশকে শুন্যে গুলি ছুড়তে হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 23, 2019 8:54 PM IST