Purba Medinipur News: প্রধান শিক্ষকের সঙ্গে সহ-শিক্ষকের হাতাহাতি! স্কুল জুড়ে হইচই! এত অশান্তির কারণটি কী জানেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Purba Medinipur News: স্কুলে পৌঁছল পুলিশ এবং স্কুল দফতরের আধিকারিকরা। স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা।
নন্দকুমার: ২১ জুন শনিবার একটি স্কুলে প্রধান শিক্ষকের সঙ্গে সহ-শিক্ষকের হাতাহাতি। ভয়ে স্কুল ছাড়ল পড়ুয়ারা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিনবকেরা। পূর্ব মেদিনীপুর জেলা যেখানে শিক্ষা-দীক্ষায় এগিয়ে সেই জেলায় একটি স্কুলে স্কুল চলাকালীন প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষকের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়া। তারপর প্রধান শিক্ষক এবং সহ-শিক্ষকের মধ্যে চলে হাতাহাতি, গালিগালাজ। আর ভয়ে স্কুল থেকে বাড়ির পথে পা দেয় পড়ুয়ারা। শিক্ষকদের এই আচরণে বিতশ্রদ্ধ হয়ে। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা।
শনিবার নন্দকুমার থানার অন্তর্গত মল্লিক চক অমরনাথ স্মৃতি বিদ্যাপীঠে, স্কুলের মধ্যে প্রধান শিক্ষক এবং সহ-শিক্ষকদের হাতাহাতি। স্কুলে পৌঁছল পুলিশ এবং স্কুল দফতরের আধিকারিকরা। স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। পূর্বে একাধিক বার এই স্কুলে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের মধ্য উত্তেজনার খবর সামনে এসেছে। তবে এদিনের ঘটনায় রীতিমত পুলিশ ডাকতে হল। ঘটনার সূত্রপাত স্কুলের এক অবসরপ্রাপ্ত গ্রুপ ডি -এর কর্মীকে নিয়ে। স্কুল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রধান শিক্ষকের অনুরোধে তিনি স্কুলে আসছেন। আর তাঁকেই কেন্দ্র করে হাতাহাতি বাঁধল প্রধান শিক্ষকের সঙ্গে সহ-শিক্ষকের।
advertisement
জানা যায়, প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে অবসরপ্রাপ্ত ওই গ্রুপ ডি কর্মী আসছেন। অভিযোগ, ওই তাঁকে দিয়ে সহ-শিক্ষকেরা স্কুলের রুম-সহ ডাস্টবিন পরিস্কার করায়। শিক্ষকদের এই ধরনের কর্মকাণ্ডে অসম্মানিত বোধ করেন তিনি। আর পুরো বিষয়টি তিনি প্রধান শিক্ষকের কাছে তুলে ধরেন এবং স্কুল স্কুলে না আসার কথা জানান। এই বিষয় প্রসঙ্গে স্কুল চত্ত্বরে উত্তেজনা ছড়ায় এবং প্রধান শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক তারাপদ শীট জানান, “স্কুলে এক অবসরপ্রাপ্ত গ্রুপ দিয়ে কর্মচারীকে অনুরোধ করতে স্কুলে এসে তিনি কাজ করছিলেন। কিন্তু স্কুলের বেশ কিছু সহ-শিক্ষক তাঁকে দিয়ে নোংরা ডাস্টবিন পরিষ্কার করান। স্কুলের বেশ কিছু সহ-শিক্ষক নিজেদের মর্জি মতো চলছে। ক্লাস নিচ্ছে না। স্কুলে যখন তখন খাওয়া-দাওয়া, ফিস্ট করছে। সবকিছুই হচ্ছে প্রধান শিক্ষককে হেনস্থা করতে। এমনকি আমাকেঅকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে।”
advertisement
স্কুলের এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন অভিভাবকেরা। স্কুল শুরুর আগে থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় অভিভাবকেরা। এই ঘটনা নিয়ে এলকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিভাবকেরা জানিয়েছেন যতদিন এর সুষ্ঠু মীমাংসা না হয় ততদিন স্কুল বন্ধ থাকবে।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: প্রধান শিক্ষকের সঙ্গে সহ-শিক্ষকের হাতাহাতি! স্কুল জুড়ে হইচই! এত অশান্তির কারণটি কী জানেন