Chips Packet: চিপস চুরির অপবাদে আত্মঘাতী, পাঁশকুড়ার সেই কিশোরের পারলৌকিক কাজ সারলেন বাবা-মা! এখনও আতঙ্কে পরিবার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
Chips Packet: পারিবারিক নিয়ম মেনে ৪৫ দিনের মাথায় চিপস কাণ্ডে আত্মঘাতী, পাঁশকুড়ার নাবালক ছাত্রের পারলৌকিক কাজ সম্পন্ন করলেন তাঁর পরিবারের লোকজন
পাঁশকুড়া: পারিবারিক নিয়ম মেনে ৪৫ দিনের মাথায় চিপস কাণ্ডে আত্মঘাতী, পাঁশকুড়ার নাবালক ছাত্রের পারলৌকিক কাজ সম্পন্ন করলেন তাঁর পরিবারের লোকজন। মৃত ছাত্রের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
ছেলের মৃত্যুর পর কেটে গেছে দেড় মাস সময়। তবে ঘটনার দেড় মাস পরেও এখনও ভয় আর আতঙ্ক তাদের পিছু ছাড়েনি বলে আজ আবার অভিযোগ করেছেন মৃত ছাত্রের মা। ছেলের মৃত্যু নিয়ে থানায় অভিযোগ জানানোয় এখনও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মৃত ছাত্রের মা সুমিত্রা দাস। কেস তুলে নেওয়ার জন্য হুমকি, হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে, পাঁশকুড়ার গোঁসাইবেড় এলাকায় চিপস কাণ্ডে আত্মঘাতী ক্লাস সেভেনের নাবালক ছাত্রর সৎকাজ হল।
advertisement
advertisement
সেই কাজে সহযোগিতার হাত বাড়ালেন শুভেন্দু অধিকারী। বিজেপির স্থানীয় একটি প্রতিনিধি দল ছাত্রের বাড়িতে গিয়ে তাঁর বাবা মায়ের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন। এদিন মৃত নাবালক পড়ুয়ার মা বলেন, “এতদিন আমার সন্তানের ক্রিয়াকর্ম হয়নি। আজ তা হবে। তবে আমরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 3:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chips Packet: চিপস চুরির অপবাদে আত্মঘাতী, পাঁশকুড়ার সেই কিশোরের পারলৌকিক কাজ সারলেন বাবা-মা! এখনও আতঙ্কে পরিবার