Bangla video: ধাক্কা সামলে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সবজি বিক্রেতাদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Bangla video: পাঁশকুড়ার ভয়াবহ বন্যায় পাঁশকুড়া স্টেশন রোডে পাইকারি সবজি বাজার জলমগ্ন। বন্যার জলে প্রভুত ক্ষতি হয়েছে সবজি ব্যবসায়ীদের। ক্ষতির ধাক্কা সামলে নতুন করে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টায় সবজি বিক্রেতারা
পূর্ব মেদিনীপুর: ভয়াবহ বন্যায় পাঁশকুড়া স্টেশন রোডে পাইকারি সবজি বাজার জলমগ্ন। বন্যার জলে প্রভুত ক্ষতি হয়েছে সবজি ব্যবসায়ীদের। ক্ষতির ধাক্কা সামলে নতুন করে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টায় সবজি বিক্রেতারা। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ফুলের পাশাপাশি সবজি চাষের জন্য বিখ্যাত। ফলে পাঁশকুড়ায় রয়েছি পাইকারি সবজি বাজার। কিন্তু পাঁশকুড়ার ভয়াবহ বন্যায় জলে ডুবে যায় স্টেশন রোডের পাইকারি সবজি মার্কেট। প্রভূত ক্ষতি হয় সবজি ব্যবসায়ীদের। বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া সবজি বিক্রেতারা।
১৮ সেপ্টেম্বর ভোরে কংসাবতী নদীর চার জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া। পাঁশকুড়ার ১৮টি ওয়ার্ড সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা জলবন্দী হয়ে পড়ে। বর্তমানে জল কিছুটা কমলেও। এখনওবন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নদী বাঁধ ভেঙে এই বন্যায় প্রভূত ক্ষতি হয়েছে পাঁশকুড়া এলাকার মানুষজনদের। পাঁশকুড়া মূলত কৃষি প্রধান জায়গা। ফুলের পাশাপাশি ব্যাপক পরিমাণে সবজি চাষ হয় বছরের সারা সময়ই। পাঁশকুড়ার সবজি মার্কেট বুধবার দিনই জলে ডুবে যায়। সবজি মার্কেট জলে ডুবে যেতেই সমস্যায় পড়েন সবজি ব্যবসায়ীরা।
advertisement
advertisement
পাইকারি সবজি বাজার জলে ডুবে যাওয়ায়, বিভিন্ন আড়তদারের গোডাউনে মজুদ থাকা সবজি জলে পচে নষ্ট হয়েছে। ব্যবসায়ীদের প্রভূত ক্ষতির মুখ দেখতে হয়েছে। এ বিষয়ে পাঁশকুড়া সবজি ব্যবসায়ী সংগঠনের সম্পাদক মানিক লাল দে জানান, \”বন্যার ফলে সবজি চাষিদের পাশাপাশি সবজি ব্যবসায়ীদের প্রভূত ক্ষতি হয়েছে। পাইকারি সবজি বাজার ডুবে যাওয়ায় মজুদ করা সবজি জলে নষ্ট হয়েছে। ক্ষতির ধাক্কা সামলে নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টায় সবজি বিক্রেতারা।\”
advertisement
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যার কারণে, ইতিমধ্যেই বাজারে সবজির দাম বেড়েছে। পাঁশকুড়ার পাইকারি সবজি বাজার থেকে পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় সবজি সরবরাহ হত। কিন্তু এই বাজার জলে ডুবে যাওয়ার কারণে প্রভূত ক্ষতি হয়েছে সবজি ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা ক্ষতির ধাক্কা সামলে নতুন করে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। ব্যবসায়ীদের অভিমত এই বন্যার কারণে বাজারে সবজির দাম আরও বাড়বে। বন্যার কারণে পাঁশকুড়া স্টেশন রোডের পাইকারি সবজি মার্কেট এখন অস্থায়ীভাবে সরে এসেছে জাতীয় সড়কের পাশে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2024 7:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla video: ধাক্কা সামলে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সবজি বিক্রেতাদের