Howrah News: একাধারে সাধু ও ডাক্তার! প্রায় তিন দশক ধরে গ্রামের মানুষের ভরসায় তিনি

Last Updated:

পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গোণ্ডলপাড়া গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের জ্বর-জ্বালা মানেই সাধু ডাক্তার। ঈশ্বর সেবার পাশাপাশি হতদরিদ্র মানুষের জন্য চিকিৎসা পরিষেবায় গ্রামীণ চিকিৎসক।

+
সাধুর

সাধুর ইচ্ছে পূরণে সুস্থ গ্রামের মানুষ

হাওড়া: প্রায় তিন দশক ধরে গ্রামের মানুষের ভরসায় এক সাধু! শরীরে যে কোনও সমস্যা হলেই সাধুর শরণাপন্ন হয়ে, সাধুর কাছে ছুটে আছে গ্রামের মানুষ।পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গোণ্ডলপাড়া গ্রাম সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের জ্বর-জ্বালা মানেই সাধু ডাক্তার। যেকোনও প্রাথমিক শরীরের সমস্যায় গ্রামের শিশু-বৃদ্ধ মানুষের ঠিকানা সাধু ডাক্তার। যত দিন গড়াচ্ছে সাধু ডাক্তারের প্রতি মানুষের আস্থা বেড়ে চলেছে। প্রায় তিন দশক আগে মানুষের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অল্প খরচ চিকিৎসা শুরু করেন গ্রামীণ চিকিৎসক বরুণ দাস।
শৈশব থেকে নিজের পরিবার থেকে আলাদা হয়ে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়জিত করে গ্রাম ছেড়ে ছিলেন। পরে গ্রামীণ চিকিৎসক হয়ে গ্রামে ফেরা। ঈশ্বর সেবার পাশাপাশি গ্রামে ফিরে হতদরিদ্র মানুষের জন্য চিকিৎসা পরিষেবা শুরু করেন। নিজের গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্বে গঙ্গাধরপুর গ্রামে এসে মাত্র ১০ টাকা খরচেই ওষুধ সহ চিকিৎসা পরিষেবা শুরু করেছিলেন। সে সময়ে ২৩-২৪ বছর বয়সী যুবক গ্রামের গুটি কয়েক মানুষের ভরসা হতে পেরেছিল। কিন্তু বর্তমানে কয়েকটা গ্রাম মিলিয়ে হাজারও মানুষের ভরসা সাধু ডাক্তার। একটু সমস্যাতেই গ্রামের মানুষ ছুটে আসে সাধু ডাক্তারের চিকিৎসা কেন্দ্রে।
advertisement
advertisement
এই ব্যয়বহুল সময়েও মাত্র ৩০-৪০ টাকা তে চিকিৎসা পরিষেবা সহ ওষুধ। হতদরিদ্র মানুষের প্রতি ডাক্তারের আন্তরিকতা এতটাই যে, ডাক্তারের চেম্বার এলেই অর্ধেক রোগ সেরে যায় মানুষের। এ প্রসঙ্গে গ্রামীন চিকিৎসক ডাঃ বরুণ দাস জানান, গ্রামের অধিকাংশ মানুষ দিন এনে দিন খাওয়া পরিবার থেকে আসেন। বহু পরিবারে প্রতিদিনের খাবার জোগাড় করা কঠিন তাদের কাছে। খরচ করে পাশকরা ডাক্তারি পরিষেবা নেওয়ার সামর্থ্য নেই। তিনি আরও বলেন, এমন বেশ কিছু মানুষ আছে যারা ৩০-৪০ টাকা দিতে পারেন না, আবার কয়েকজন মানুষ আসেন, যা খরচ তার থেকে বেশি দেন। এভাবেই দিন চলে যায়, মানুষকে সুস্থ করে আনন্দের মধ্য দিয়ে। আগামী দিনে মানুষের জন্য আরও কিছু করার ইচ্ছে রয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: একাধারে সাধু ও ডাক্তার! প্রায় তিন দশক ধরে গ্রামের মানুষের ভরসায় তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement