Panchayat Election Results 2023: ভাঙড় ২তে বিপুল জয় তৃণমূলের! 'বোর্ড গঠন করবে তৃণমূলই' দাবি আরাবুলের

Last Updated:

Panchayat Election Results 2023: ভাঙড় দু নম্বর ব্লকের দশটি পঞ্চায়েতের মধ্যে নটি পঞ্চায়েত তৃণমূলের দখলে বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস এমনই দাবি আরাবুল ইসলামের।

ভাঙড়ে সবুজ ঝড়
ভাঙড়ে সবুজ ঝড়
ভাঙড় : পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হতেই উত্তাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির। ২২টি জেলায় ৬১,৫৩৯টি বুথে ভোটদানের পর আজ, মঙ্গলবার ফলাফলের পালা। শুরু ব্যালটের গণনা। এদিকে ফল প্রকাশ্যে আসতে শুরু করতেই দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রথম পাঁচ ঘণ্টাতেই অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হাইভোল্টেজ কেন্দ্রগুলির অন্যতম ভাঙড়ে দেখা গেল দুই ভিন্ন ছবি।
ভাঙড় জুড়ে তৃণমূলের জয়জয়কার হলেও আরাবুলের খাস তালুকে থমকে গেল তৃণমূল। এখনও পর্যন্ত মোট ১১টি বুথে ভোট গণনা শেষে ভাঙড় দু নম্বর ব্লকের দশটি পঞ্চায়েতের মধ্যে নটি পঞ্চায়েত তৃণমূলের দখলে বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস এমনই দাবি আরাবুল ইসলামের।
advertisement
advertisement
যদিও ভাঙড়ে নিজের খাস তালুকে হারলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। হারের পর গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তিনি। ভাঙড়ের পোলেরগাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ছাতছাড়া হল তৃণমূলের। গত পঞ্চায়েত ভোটেও তৃণমূলকে লড়াই দিয়েছিল জমি রক্ষা কমিটি। এবার ছিনিয়ে নিল জয়। ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে হারল তৃণমূল কংগ্রেস।
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালে ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সময় তৈরি হয়েছিল জমি, জীবিকা ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি বা জমি কমিটি। গতবারও পঞ্চায়েত ভোটে লড়াই করেছিল তারা। তাদের মনোনয়নপত্র পেশে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তার পর হাইকোর্টের হস্তক্ষেপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন জমি কমিটির সদস্যরা। এবার অবশ্য তেমন অভিযোগ ওঠেনি।
advertisement
২০১৮ সালেও পোলেরহাটে দাপট দেখিয়েছিল জমি কমিটি। সেবার পোলেরহাট ২ পঞ্চায়েতের ১৬টি আসনের মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮টি আসনে জিতেছিল। বাকি ৮টিতে জমি কমিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তার মধ্যে পাঁচটি আসন পেয়েছিল জমি কমিটি। তৃণমূল জিতেছিল ৩টি আসনে। তৃণমূল ১৬টির মধ্যে ১১টি আসন জিতলেও পঞ্চায়েত অফিসে কার্যত ঢুকতে পারেননি জয়ীরা। প্রধান, উপপ্রধানদের পঞ্চায়েত অফিসে ঢোকার সময় বাধা দিয়েছিল জমি কমিটির সদস্যরা।
advertisement
২০১৮ সালের সঙ্গে এবার অনেকটাই ফারাক রয়েছে। কারণ ২০২১ সালে ভাঙড়ে জয়লাভ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার পর থেকে ভাঙড়ে দাপট বেড়েছে আইএসএফের। এবারও ভাঙড়ে মনোনয়নপত্র পেশ ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বেধেছিল আইএসএফের। তার ফলে জমি কমিটির সঙ্গে তৃণমূলের বিবাদ আর নেই। কিন্তু পঞ্চায়েত ভোটের ফল বলছে, পোলেরহাটে এখনও জমি কমিটির একটা বড় সমর্থন রয়েছে। যদিও ভাঙড় দুই জুড়ে দখল বহাল রেখেছে ঘাসফুল শিবির।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election Results 2023: ভাঙড় ২তে বিপুল জয় তৃণমূলের! 'বোর্ড গঠন করবে তৃণমূলই' দাবি আরাবুলের
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement