হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পোলেরহাট-২ পঞ্চায়েতে আন্দোলেনর হুমকি জমি কমিটির

বছর পেরিয়েও হয়নি বোর্ড গঠন, পোলেরহাট-২ পঞ্চায়েতে আন্দোলেনর হুমকি জমি কমিটির

Photo: News 18

Photo: News 18

  • Last Updated :
  • Share this:

    #ভাঙড়: বছর পার হলেও বোর্ড গঠন হল না পোলেরহাট দু’নম্বর পঞ্চায়েতের। তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে চাইলেও বিমুখ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। পরিষেবা না পাওয়ায় বিপাকে সাধারণ মানুষ।

    পঞ্চায়েত ভোট হয়েছে প্রায় এক বছর হল। তবুও বোর্ড গঠন হয়নি পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতের। যার জেরে বাকি রয়েছে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী বোর্ড গঠনও।

    পঞ্চায়েতের বোর্ড না গঠন হওয়ায় পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে বলেই অভিযোগ পোলেরহাটের বাসিন্দাদের। পোলেরহাট-২ পঞ্চায়েতের মোট আসন ১৬ টি ৷ গত বছর তৃণমূল জয়ী হয় ১১টি আসনে ৷ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি পায় ৫টি আসন ৷ জমি কমিটির আবেদনে প্রশাসক নিয়োগ করে রাজ‍্য সরকার ৷

    গত এক বছরে বদলেছে এলাকার রাজনীতি। রাজ‍্য সরকারের সঙ্গে সমঝোতায় এসেছে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। লোকসভা নির্বাচনে পোলেরহাট-২ এলাকা থেকে তৃণমূলের লিড প্রায় আড়াই হাজার। ফলে সরকারের কাছে বোর্ড গঠনের আবেদন করতে চায় তৃণমূল কংগ্রেস।

    তৃণমূলের এই প্রস্তাবে রাজি নয় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। প্রশাসন জোর করলে ফের আন্দোলন হবে বলেও হুশিয়ারি দিয়েছে কমিটি।

    কী হবে পোলেরহাট ২ নম্বর পঞ্চায়েতের ভবিষ‍্যত, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

    First published:

    Tags: Panchayat board, Polarhat-2