Pahalgam Terror Attack: কাশ্মীরে গিয়ে পহেলগাঁও হামলার পর থেকেই ফোন বন্ধ! কী হয়েছিল নদিয়ার এই পর্যটকদের?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Pahalgam Terror Attack: জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন বেশ কিছু পর্যটকরা, যার মধ্যে রয়েছে বাঙালি পর্যটকেরাও। ঠিক তেমনই কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই দম্পতি লক্ষ্মণ কুন্ডু, হাসি কুন্ডু এবং তাপস দাস ও সবিতা দাস।
নদিয়া: জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর। জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন বেশ কিছু পর্যটকরা, যার মধ্যে রয়েছে বাঙালি পর্যটকেরাও। ঠিক তেমনই কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই দম্পতি লক্ষ্মণ কুন্ডু, হাসি কুন্ডু এবং তাপস দাস ও সবিতা দাস। কাশ্মীরের পহেলগাঁওতে কিছুদিন আগেই হয় জঙ্গি হামলা।
ইতিমধ্যে জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী, চলছে লড়াই। তার কিছুটা দূরেই ছিলেন লক্ষ্মণ কুন্ডু, তাপস দাসরা। তাঁরা পহেলগাঁওয়ের উদ্দেশে রওনাও দিয়েছিলেন। কিন্তু রাস্তায় ধ্বস নামার কারণে অনেকটা দেরি হয়ে যায় তাদের। ঠিক তখনই শুরু হয় এই জঙ্গি হামলা। কিছুক্ষণ পরেই খবরে ছড়িয়ে পড়ে সেই ভয়ংকর ঘটনার দৃশ্য। এরপর এই পরিবারের তরফে একাধিকবার তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু তাদের ফোন সুইচ অফ ছিল।
advertisement
advertisement
চরম আতঙ্কিত হয়ে পড়ে শান্তিপুরের এই দুই দম্পতির পরিবার। তারা বুঝে উঠতে পারছিল না তাদের পরিবারের সদস্যরা এখন কি পরিস্থিতিতে রয়েছে। তবে পরে জানা যায় লক্ষ্মণ কুন্ডু সেখানকার একটি নতুন সিম নিয়ে বাড়িতে ফোন করেন। এবং নিজেরা সুরক্ষিত আছেন সেই কথা। বাড়িতে জানানোর পর কিছুটা স্বস্তি পায় পরিবারের লোকজন। সেই ভয়ংকর ঘটনার কথায় তুলে ধরলেন তার পরিবারের অন্যান্য সদস্যরা।
advertisement
পরিবারের সদস্যদের দাবি, যেখানে কাশ্মীরের সৌন্দর্য দেখতে সারা ভারতবর্ষের পর্যটকরা উপস্থিত হয় সেখানে নিরাপত্তাহীনতায় এই ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না, সরকারের উচিত আরও সচেতন হওয়া এবং যে ঘটনা ঘটেছে তার যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়া। পরিবার জানিয়েছে, ওই দুই দম্পতি বর্তমানে নিরাপদে আছেন এবং তাঁরা দিল্লির উদ্দেশে রওনাও দিয়েছেন। পাশাপাশি ফোনের মাধ্যমে লক্ষ্মণ কুন্ডুর সঙ্গে কথা বলে জানতে পারা যায়, তাঁরাও যথেষ্ট আতঙ্কে ছিলেন। এই ঘটনা জানার পর তারা প্রথমে কি করবে বুঝে উঠতে পারছিলেন না। দীর্ঘক্ষণ সেখানকার এক হোটেলে আটকেছিলেন। পরবর্তীকালে পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয় তখন সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তারা।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 26, 2025 11:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pahalgam Terror Attack: কাশ্মীরে গিয়ে পহেলগাঁও হামলার পর থেকেই ফোন বন্ধ! কী হয়েছিল নদিয়ার এই পর্যটকদের?