Durga Puja 2024: বাড়ির পুজোতেও থিমের ছোঁয়া! প্রখ্যাত তাঁত শিল্পীর উঠোনে তৈরি হচ্ছে আইফেল টাওয়ার

Last Updated:

 নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়িতে দুর্গাপুজো উপলক্ষ্যে তৈরি করা হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার

+
বসাকবাড়ির

বসাকবাড়ির মূর্তি তৈরি করেছেন সুবীর পাল

ফুলিয়া: তাঁত শিল্পে পদ্মশ্রীপ্রাপক ফুলিয়ার বীরেন বসাকের বাড়িতে প্রায় ৪০ বছর ধরে পূজিতা হয়ে আসছেন মা দুর্গা! সামনেই দুর্গাপুজো, আর হাতে গোণা মাত্র বাকি কয়েকটি দিন৷ ইতিহাসের পাতায় রয়েছে বসাকদের পুজোও৷ নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রীপ্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়ি৷ আজও সেখানে নদিয়ার কৃষ্ণনগর ঘূর্ণীর স্বনামধন্য মৃৎশিল্পী তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুবীর পালের হাতে তৈরী মা দুর্গা পূজিত হয়ে আসছে প্রতি বছর এই পদ্মশ্রীপ্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়িতে।
প্রতি বছরের মতো এই বছরেও যে তার কোনও খামতি নেই৷ এবারে নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়িতে দুর্গাপুজো উপলক্ষ্যে তৈরি করা হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার।
নদিয়ার ফুলিয়ার বীরেন কুমার বসাকের বাড়ির পুজো গুটি গুটি পায়ে ৪০ বছরে পদার্পণ করল। প্রতিবছরই দেবী দূর্গার পুজোয় থিমের চমক দিয়ে আসছেন বসাক বাড়ির সদস্যরা।
advertisement
advertisement
নদিয়ার শান্তিপুর ফুলিয়ার একমাত্র বসাক বাড়ির দুর্গাপুজোতেই থাকে বিশেষ রকমের থিম, সেখানে থাকে সাধারণ মানুষের জন‍্যে সামাজিক সচেতনতার বার্তাও।
এ বছর বসাক বাড়িতে দুর্গা পূজার থিম হতে চলেছে প্যারিসের আইফেল টাওয়ার। সাধারণত বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায় প্রতিবছরই৷ কিন্তু, তবে বসাক বাড়ির দুর্গাপুজোয় দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমান হাজারে হাজারে মানুষেরা।
advertisement
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: বাড়ির পুজোতেও থিমের ছোঁয়া! প্রখ্যাত তাঁত শিল্পীর উঠোনে তৈরি হচ্ছে আইফেল টাওয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement