Bangla Video: মেয়াদউত্তীর্ণ জিনিস বিক্রি হচ্ছে দোকানে, হাতেনাতে ধরলেন আধিকারিকরা! তারপর যা হল...

Last Updated:

Bangla Video: ব্যবসায়ীরা জানিয়েছেন, সেগুলি আবার ডিস্ট্রিবিউটরকে ফেরত দেওয়া হবে। এই বিষয়ে সচেতন করা হয়েছে ব্যবসায়ীদের

+
পুলিশ

পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বরাকর বাজারে অভিযান।

পশ্চিম বর্ধমান : পুজোর আগে অগ্নিমূল্য বাজার। শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন জিনিসের দামে আগুন। সাধারণ মানুষ রীতিমত নাজেহাল। এমন অবস্থায় অনেক ক্রেতা দাম দিয়ে জিনিস কিনেও ঠকে যাচ্ছেন। কখনও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে ডেট পেরিয়ে যাওয়া প্রোডাক্ট। কখনও আবার ওজনে কম দেওয়া হচ্ছে। তাই সচেতন জেলা প্রশাসন।
আরও পড়ুন: গভীর পুকুরে স্নান করতে নেমেছিল চার বন্ধু, দুজন উঠলেও বাকি দুজনের মর্মান্তিক পরিণতি
ক্রেতারা দাম দিয়ে যাতে সঠিক জিনিস পান, যাতে তাদের হাতে অস্বাস্থ্যকর জিনিস তুলে দেওয়া না হয়, তার জন্য জেলা প্রশাসনের আধিকারিকরা অভিযান শুরু করেছেন। নিয়মিত জেলার বিভিন্ন বাজার এলাকায় ধরে ধরে অভিযান করা হচ্ছে। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্রেতা সুরক্ষা দফতর, ফুড সেফটি দফতর এবং লিগ্যাল মেট্রলজি দফতরের আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে সার্ভে করা হচ্ছে। নিয়ম মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। অন্যদিকে সতর্ক করা হচ্ছে ক্রেতাদেরও।
advertisement
সম্প্রতি বরাকর বাজার এলাকায় অভিযান চালানো হয়েছিল। সেখানে বেশ কিছু দোকানে ডেট পেরিয়ে যাওয়া প্রোডাক্ট বিক্রি হতে দেখা গিয়েছে। যা হাতেনাতে ধরেছেন সরকারি আধিকারিকরা। যদিও ব্যবসায়ীরা জানিয়েছেন, সেগুলি আবার ডিস্ট্রিবিউটরকে ফেরত দেওয়া হবে। কিন্তু আগামী দিনে যাতে এমনটা না হয়, সেই বিষয়ে সচেতন করা হয়েছে ব্যবসায়ীদের। এই ধরনের ঘটনা আবার সামনে এলে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
advertisement
প্রশাসনের এই সচেতনতামূলক মনোভাব দেখে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন, অনেক সময়ই তাড়াহুড়োর মধ্যে অনেক জিনিস কিনে ফেলেন। যেগুলির ডেট আর দেখে নেওয়া হয় না। অনেক সময় বেশি দাম দিয়ে কিনেও ভাল জিনিস তারা পান না। তাছাড়া প্রতিদিন শাক সবজি সহ বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে। যা সাধারণ মানুষকে ব্যাপকভাবে সমস্যায় ফেলছে। এমন অবস্থায় প্রশাসন নিয়মিত নজরদারি চালালে তা সাধারণ মানুষের জন্য দারুন সুবিধার হবে বলেই তারা মনে করছেন।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: মেয়াদউত্তীর্ণ জিনিস বিক্রি হচ্ছে দোকানে, হাতেনাতে ধরলেন আধিকারিকরা! তারপর যা হল...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement