Nadia News: প্রাচীন রীতি মেনে কুমারী কন্যাকে পুজো করা হয় শান্তিপুরের রাধাগোবিন্দ মন্দিরে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Nadia News: এই পুজোর একটি বিশেষত্ব হল কুমারী পুজো। পুজোর একদম শেষ লগ্নে এক কুমারী মেয়েকে পুজো করা হয়। সংকল্পে বলা হয় এই পুজো করার সময় যদি কোনও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই কুমারী পুজোর দ্বারা এই পুজো পরিপূর্ণতা লাভ করে থাকে।
মৈনাক দেবনাথ, নদিয়া: শান্তিপুর বাইগাছিপাড়া রাধাগোবিন্দ মন্দিরে চলছে কুমারী পুজো। বসন্ত নবরাত্রি অর্থাৎ বাসন্তী পুজো বলা হয়ে থাকে এই পুজোয়। এই পুজোর একটি বিশেষত্ব হল কুমারী পুজো। পুজোর একদম শেষ লগ্নে এক কুমারী মেয়েকে পুজো করা হয়। সংকল্পে বলা হয় এই পুজো করার সময় যদি কোনও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই কুমারী পুজোর দ্বারা এই পুজো পরিপূর্ণতা লাভ করে থাকে। ১১ বছরের একটি কুমারী মেয়ে রুদ্রাণীকে এদিন পুজো করা হয় কুমারী রূপে শান্তিপুর বাইগাছি পাড়া রাধাগোবিন্দ মন্দিরে। পুজোর সময় বয়স অনুযায়ী নামকরণ করা হয় কুমারী মেয়েদের।
পূজারী মহারাজ শচীনন্দন দাস ব্রহ্মচারী জানান, যেই কুমারী মেয়েকে পুজো করা হয়ে থাকে তার জন্য থাকে একাধিক বিশেষ উপকরণ। পূজারী মহারাজ শচীনন্দন দাস ব্রহ্মচারী জানান, ১৬ টি উপাচার দ্বারা পুজো করা হয়ে থাকে কুমারী মেয়ের। বাদ্য, অর্ঘ্য আচমনি, মধুমনি, বস্ত্র, আবরণ, শাখা, গলার মালা, বিল্বপত্র, পুষ্প, গন্ধ, সঙ্গে ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল, পান, দূর্বা এবং তিনি যা যা খেতে ভালবাসেন সেই সমস্ত দ্রব্য তাকে গ্রহণ করানো হয়।
advertisement
আরও পড়ুন : তাপমাত্রার দৌড়ে জয়সলমেরকে টেক্কা মেদিনীপুরের! বাংলার ১৪ জায়গায় ৪০ ডিগ্রি পার হল পারদ! দহনজ্বালা থেকে মুক্তি কবে, জানুন আপডেট
আমরা তো প্রতিটা মানবের মধ্যেই দেবীকে দর্শন করার চেষ্টা করি। বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে কারণ বাঙালিরা খুবই আবেগপ্রবণ বাঙালিরা দু’বছরের একটি মেয়েকেও মা বলে থাকে আবার ৮০ বছরের একটি মেয়েকেও মা বলে ডাকে। সেই কারণে বাঙালিদের কাছে কুমারী পুজো একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2024 12:12 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: প্রাচীন রীতি মেনে কুমারী কন্যাকে পুজো করা হয় শান্তিপুরের রাধাগোবিন্দ মন্দিরে