Nadia News: প্রাচীন রীতি মেনে কুমারী কন্যাকে পুজো করা হয় শান্তিপুরের রাধাগোবিন্দ মন্দিরে

Last Updated:

Nadia News: এই পুজোর একটি বিশেষত্ব হল কুমারী পুজো। পুজোর একদম শেষ লগ্নে এক কুমারী মেয়েকে পুজো করা হয়। সংকল্পে বলা হয় এই পুজো করার সময় যদি কোনও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই কুমারী পুজোর দ্বারা এই পুজো পরিপূর্ণতা লাভ করে থাকে।

+
মন্দিরে

মন্দিরে চলছে কুমারী পুজো

মৈনাক দেবনাথ, নদিয়া: শান্তিপুর বাইগাছিপাড়া রাধাগোবিন্দ মন্দিরে চলছে কুমারী পুজো। বসন্ত নবরাত্রি অর্থাৎ বাসন্তী পুজো বলা হয়ে থাকে এই পুজোয়। এই পুজোর একটি বিশেষত্ব হল কুমারী পুজো। পুজোর একদম শেষ লগ্নে এক কুমারী মেয়েকে পুজো করা হয়। সংকল্পে বলা হয় এই পুজো করার সময় যদি কোনও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এই কুমারী পুজোর দ্বারা এই পুজো পরিপূর্ণতা লাভ করে থাকে। ১১ বছরের একটি কুমারী মেয়ে রুদ্রাণীকে এদিন পুজো করা হয় কুমারী রূপে শান্তিপুর বাইগাছি পাড়া রাধাগোবিন্দ মন্দিরে। পুজোর সময় বয়স অনুযায়ী নামকরণ করা হয় কুমারী মেয়েদের।
পূজারী মহারাজ শচীনন্দন দাস ব্রহ্মচারী জানান, যেই কুমারী মেয়েকে পুজো করা হয়ে থাকে তার জন্য থাকে একাধিক বিশেষ উপকরণ। পূজারী মহারাজ শচীনন্দন দাস ব্রহ্মচারী জানান, ১৬ টি উপাচার দ্বারা পুজো করা হয়ে থাকে কুমারী মেয়ের। বাদ্য, অর্ঘ্য আচমনি, মধুমনি, বস্ত্র, আবরণ, শাখা, গলার মালা, বিল্বপত্র, পুষ্প, গন্ধ, সঙ্গে ধূপ, দীপ, নৈবেদ্য, তাম্বুল, পান, দূর্বা এবং তিনি যা যা খেতে ভালবাসেন সেই সমস্ত দ্রব্য তাকে গ্রহণ করানো হয়।
advertisement
আরও পড়ুন : তাপমাত্রার দৌড়ে জয়সলমেরকে টেক্কা মেদিনীপুরের! বাংলার ১৪ জায়গায় ৪০ ডিগ্রি পার হল পারদ! দহনজ্বালা থেকে মুক্তি কবে, জানুন আপডেট
আমরা তো প্রতিটা মানবের মধ্যেই দেবীকে দর্শন করার চেষ্টা করি। বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে কারণ বাঙালিরা খুবই আবেগপ্রবণ বাঙালিরা দু’বছরের একটি মেয়েকেও মা বলে থাকে আবার ৮০ বছরের একটি মেয়েকেও মা বলে ডাকে। সেই কারণে বাঙালিদের কাছে কুমারী পুজো একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: প্রাচীন রীতি মেনে কুমারী কন্যাকে পুজো করা হয় শান্তিপুরের রাধাগোবিন্দ মন্দিরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement