বিরোধী প্রার্থীর কার্ড কেড়ে নিয়ে গণনা কেন্দ্র থেকে বের করার অভিযোগ পাথরঘাটায়

Last Updated:

গণনা শুরু হয়েছে মাত্র ঘণ্টাখানেক আগে ৷ এরইমধ্যে বিক্ষিপ্ত ঝামেলার খবর আসতে শুরু করল রাজ্যজুড়ে ৷ নদিয়ার হাঁসখালির পর এবার ফের উত্তর ২৪ পরগণার পাথরঘাটা ৷

#কলকাতা: গণনা শুরু হয়েছে মাত্র ঘণ্টাখানেক আগে ৷ এরইমধ্যে বিক্ষিপ্ত ঝামেলার খবর আসতে শুরু করল রাজ্যজুড়ে ৷ নদিয়ার হাঁসখালির পর এবার ফের উত্তর ২৪ পরগণার রাজারহাটের পাথরঘাটা ৷ বিজেপি প্রার্থীর কার্ড কেড়ে নিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ৷
অভিযোগ তোলেন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের দু’জন বিজেপি প্রার্থী ঝর্না নস্কর ও প্রণব মণ্ডল ৷ গণনার সময় প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টদের গণনাকেন্দ্রে উপস্থিত থাকার কথা ৷ সেই মতো গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু তাঁদের অভিযোগ, তৃণমূল সমর্থকরা কেন্দ্র থেকে তাঁদের বের করে দিয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷
advertisement
অন্যদিকে,  কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠল রাজারহাটে ৷ গণনা কেন্দ্রে ঢুকতে বাধা ৷ বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিরোধী প্রার্থীর কার্ড কেড়ে নিয়ে গণনা কেন্দ্র থেকে বের করার অভিযোগ পাথরঘাটায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement