বিরোধী প্রার্থীর কার্ড কেড়ে নিয়ে গণনা কেন্দ্র থেকে বের করার অভিযোগ পাথরঘাটায়

Last Updated:

গণনা শুরু হয়েছে মাত্র ঘণ্টাখানেক আগে ৷ এরইমধ্যে বিক্ষিপ্ত ঝামেলার খবর আসতে শুরু করল রাজ্যজুড়ে ৷ নদিয়ার হাঁসখালির পর এবার ফের উত্তর ২৪ পরগণার পাথরঘাটা ৷

#কলকাতা: গণনা শুরু হয়েছে মাত্র ঘণ্টাখানেক আগে ৷ এরইমধ্যে বিক্ষিপ্ত ঝামেলার খবর আসতে শুরু করল রাজ্যজুড়ে ৷ নদিয়ার হাঁসখালির পর এবার ফের উত্তর ২৪ পরগণার রাজারহাটের পাথরঘাটা ৷ বিজেপি প্রার্থীর কার্ড কেড়ে নিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে ৷
অভিযোগ তোলেন পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের দু’জন বিজেপি প্রার্থী ঝর্না নস্কর ও প্রণব মণ্ডল ৷ গণনার সময় প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টদের গণনাকেন্দ্রে উপস্থিত থাকার কথা ৷ সেই মতো গণনাকেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু তাঁদের অভিযোগ, তৃণমূল সমর্থকরা কেন্দ্র থেকে তাঁদের বের করে দিয়েছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল ৷
advertisement
অন্যদিকে,  কংগ্রেসের এজেন্টকে মারধরের অভিযোগ উঠল রাজারহাটে ৷ গণনা কেন্দ্রে ঢুকতে বাধা ৷ বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিরোধী প্রার্থীর কার্ড কেড়ে নিয়ে গণনা কেন্দ্র থেকে বের করার অভিযোগ পাথরঘাটায়
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement