Burdwan News: নামেই কাপড়ের ব্য়বসা, বস্তা ভর্তি হয়ে পাচার হত সরকারি ওষুধ! বর্ধমানে ধৃত আরও ১
- Published by:Debamoy Ghosh
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
শরদিন্দু ঘোষ
বর্ধমান: এবার সরকারি ওষুধ পাচার ও বেআইনিভাবে প্রচুর ওষুধ মজুতের অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নাম দেবদাস দত্ত। তার বাড়ি বর্ধমান শহরের ভাতছালা এলাকায়। সে নিজেকে কাপড়ের ব্যবসায়ী বলে পরিচয় দিত। কাপড় ব্যবসার আড়ালে সরকারি গোডাউনের ওষুধ ভিন রাজ্যেও পাচার করা হত, এমনই দাবি পুলিশের।
দু' দিন আগেই বর্ধমানের পাঞ্জাবিপাড়া এলাকা থেকে সৌরেন্দ্র নারায়ণ রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সে কোনও রকম ড্রাগ লাইসেন্স ছাড়াই বাড়ি থেকেই লক্ষ লক্ষ টাকার ওষুধের কারবার চালাচ্ছিল। সরকারি ওষুধ সে বিভিন্ন নার্সিংহোমে সরবরাহ করতো বলে অভিযোগ। তাকে গ্রেফতারের পর জেরা করে দেবদাসের কথা জানতে পারে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরে দেবদাসের কাপড়ের দোকান রয়েছে। কাপড়ের বস্তায় সরকারি ওষুধ ভরে সে বিভিন্ন জায়গায় পাঠাত। সরকারি বিভিন্ন দামি ওষুধ প্রথমে জেলার গোডাউনে আসত। সেখান থেকে তা বিভিন্ন হাসপাতালে পাঠানো হতো। সেই সময় তা বাইরে বেরিয়ে যাচ্ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে কয়েকটি হিসেবের খাতা পাওয়া গিয়েছে। তা থেকে জানা যাচ্ছে, একাধিক হাত বদল হয়ে ওষুধ, সিরিঞ্জ, সূচ সহ বিভিন্ন সামগ্ৰী সৌরেন্দ্রর কাছে পৌঁছত। পরে সে তা বিভিন্ন জায়গায় বিক্রি করত। তার নির্দিষ্ট কয়েকজন ক্রেতা সবচেয়ে বেশি ওষুধ কিনেছিল। তাদের নার্সিংহোমে সরকারি ওষুধেই চিকিৎসা করা হতো।
advertisement
বর্ধমানে ২০ থেকে ২৫টি নার্সিংহোমে এই ওষুধ গিয়েছে। এ ছাড়া বীরভূমের মুরারইয়ের একটি নার্সিংহোম কর্তৃপক্ষ তার বড় ক্রেতা ছিল। আগে সে বাঁকুড়ার কয়েকটি নার্সিংহোমে সরকারি ওষুধ সরবরাহ করেছে। সরকারি হাসপাতাল থেকে দেবদাসের মতো আরও কয়েকজন সৌরেন্দ্রর কাছে ওষুধ পৌঁছে দিত। পুরো চক্রের সন্ধান পেতে ধৃতদের বিস্তারিত জেরা করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 12:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan News: নামেই কাপড়ের ব্য়বসা, বস্তা ভর্তি হয়ে পাচার হত সরকারি ওষুধ! বর্ধমানে ধৃত আরও ১

