#হাওড়া: ধারাল অস্ত্র হাতে যুবকের তান্ডব । সাধারণত আমেরিকা ব্রিটেনে এই ধরণের খবর শোনা যায়। কখনও স্কুল কলেজে আবার কখনও শপিংমলে অস্ত্র হাতে হামলা | ঠিক একই কায়দায় এবার হাওড়ার লিলুয়ায় তিরিশ মিনিট ধরে ধারাল অস্ত্র হাতে তাণ্ডব চালাল সুঠাম চেহারার যুবক |
মঙ্গলবার সন্ধ্যের ঘটনায় আহত বেশ কয়েকজন | পুলিশ জানিয়েছে, হামলায় একাধিক জন জখম হয় । তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে । মঙ্গলবার সন্ধ্যায় লিলুয়া স্টেশন সংলগ্ন বাজার এলাকায় ছুরি হাতে তান্ডব চালায় এক যুবক। পুলিশ জানায় হামলাকারী নিজেকে হেনরি এন্টনি বলে পরিচয় দেয়। তবে কি কারণে এই হামলা বা নির্দিষ্ট কাউকে মারতেই সে এখানে এসেছিলো কিনা জানার চেষ্টা করা হচ্ছে | এই হামলার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের ও স্থানীয়দের মধ্যে। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা । হামলার হাত থেকে বাঁচতে এলোপাথাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দেয় মানুষজন | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোনমতে হামলাকারীকে নিরস্ত্র করে লিলুয়া থানা পুলিশ | আতঙ্কিত এলাকাবাসীর দাবি অভিযুক্ত যুবককে এর আগে কেউ দেখেনি | হটাৎ করে হামলায় রীতিমতো আতঙ্কিত হয়ে পরে সবাই। অসাবধানতায় প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারতো | পুলিশ সূত্রে খবর হামলাকারী যুবককে গ্রেফতার করা হয়েছে | হামলাকারী মানসিক ভারসাম্যহীন না নেশাগ্রস্থ তা পরীক্ষা করা হচ্ছে | তার কাছ থেকে ওই ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানিয়েছেন, তার নাম হেনরি অ্যান্টনি। তবে কি কারণে সে এই ঘটনা ঘটালে তা জানার চেষ্টা হচ্ছে। ধৃতকে মেডিকেল বোর্ডে পাঠিয়ে আদালতে তোলা হবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
DEBASHISH CHAKRABORTY
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।