Midnapore Medical College: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য দফতর! দু' দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
প্রায় এক মাস পরেও সেই কোম্পানির স্যালাইন কীভাবে সরকারি হাসপাতালে রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রোগী মৃত্যুর পাশাপাশি এই বিষয়টিও খতিয়ে দেখবেন স্বাস্থ্য দফতরের গঠিত মেডিক্যাল টিমের সদস্যরা।
মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, যে ওষুধ কোম্পানির স্যালাইন ব্যবহার করা হয়েছিল, সেই কোম্পানিকে গত ১০ ডিসেম্বর নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল স্বাস্থ্য দফতর। তাহলে সেই স্যালাইন ব্যবহার হল কী করে। এ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিবের থেকে রিপোর্ট চেয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। দুদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ।
ব্ল্যাকলিস্টেড হওয়ার পরেও কি ওই কোম্পানির স্যালাইন দেওয়া হয়েছে?
ব্ল্যাকলিস্টেড হওয়ার আগের স্যালাইন কি মজুত ছিল?
advertisement
স্বাস্থ্য দফতরের কোন কোন আধিকারিক গোটা কাজটির তত্ত্বাবধান করেন?
কী করে হল এই প্রসূতির মৃত্যু?
বিস্তারিত রিপোর্ট দুদিনের মধ্যেই স্বাস্থ্য সচিবকে দিতে হবে। প্রায় এক মাস পরেও সেই কোম্পানির স্যালাইন কীভাবে সরকারি হাসপাতালে রয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রোগী মৃত্যুর পাশাপাশি এই বিষয়টিও খতিয়ে দেখবেন স্বাস্থ্য দফতরের গঠিত মেডিক্যাল টিম।
advertisement
মামণি রুইদাস নামে প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার হলে এক সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, স্যালাইন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার মামণি রুইদাসের মৃত্যু হয়। ঘটনায় উত্তজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 11, 2025 12:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Midnapore Medical College: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য দফতর! দু' দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ