বারুইপুর থেকে নিষিদ্ধ শব্দবাজি-সহ ধৃত ১

শুক্রবার বারুইপুরের চম্পাহাটিতে থেকে প্রচুর শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম সোমনাথ নস্কর ৷

  • Last Updated :
  • Share this:

    #বারুইপুর: শুক্রবার বারুইপুরের চম্পাহাটিতে থেকে প্রচুর শব্দবাজি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের নাম সোমনাথ নস্কর ৷ আগামীকাল ধৃতকে তোলা হবে বারুইপুর আদালতে ৷জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে হানা দেয় বারুইপুর থানার পুলিশ ৷ উদ্ধার প্রায় ১০ হাজার চকলেট বোমা ও হাজার তিনেক জেনেরেটার বাজি।দীপাবলির আগে চম্পাহাটিতে বড় বাজি বাজার বসে ৷  শব্দবাজির উপর নিষেধাজ্ঞা জারি থাকলেও বেআইনিভাবে বাজারে চলে শব্দবাজি বিক্রি ৷ তবে এবার শব্দ দূষণ এড়াতে বেশ তৎপড় প্রশাসন ৷ তাই বেআইনি শব্দবাজি ধরতে দফায় জফায় অভিযান চালাচ্ছে পুলিশ ৷বৃহস্পতিবাক পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানিয়ে দেন, বাজির মাপ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাই শব্দবাজির ক্ষেত্রে পুরনো সিদ্ধান্তই বহাল থাকছে। যে বাজি নিষিদ্ধ ছিল, তা নিষিদ্ধই থাকছে।বাজি শ্রমিকদের দাবি,ছাড়পত্র পেয়ে আগেই চকোলেট বোমা তৈরি হয়। নিষিদ্ধ হওয়ার পর সেগুলি বাজারে বিক্রি করা হয়নি।

    First published:

    Tags: Bengali News, Crackers, ETV News Bangla, One Arrested In Baruipur, Sound Pollution