Durga Puja 2024: পেশায় মেকআপ আর্টিস্ট নেশা প্রতিমা তৈরি! মাত্র দেড় ফুটের দুর্গা বানিয়ে চমক রূপমের
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
২০১০ সালে প্রথম দুর্গা ঠাকুর তৈরি। ছোট বয়স থেকে দেখেই শিখেছেন প্রতিমা তৈরি করা।
মুর্শিদাবাদ: টানা ১৫ বছর ধরে ছোট্ট প্রতিমা তৈরি করে থাকেন কান্দি শহরের বাসিন্দা রুপম দাস । পেশায় মেক আপ আর্টিস্ট, কিন্তু নেশা প্রতিমা তৈরি করা। কাজের ফাঁকে অবসর সময়ে তৈরি করে থাকেন প্রতি বছর ছোট্ট দুর্গা ঠাকুর। দশভূজা মাকে সাজিয়ে তোলেন নিজেই।
ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনেই মণ্ডপে চলে পুজো। ছোটবেলা থেকেই প্রতিমা তৈরি মন কাড়ত কান্দির আলুপট্টি নিবাসী রুপম দাসের। জানা যায়, ২০১০ সালে প্রথম দুর্গা ঠাকুর তৈরি। ছোট বয়স থেকে দেখেই শিখেছেন প্রতিমা তৈরি করা।
পরবর্তীতে পড়াশোনায় মন দেন। প্রতিমা তৈরি কারও কাছে শেখেনি রুপম। দেখে দেখেই প্রতিমা তৈরি করা শিখেছে সে। মাটি, খড়, সুতো, কাঠ ইত্যাদি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করছে সে। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করতে তার ভাললাগে।
advertisement
advertisement
প্রায় দেড় মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে দেবী দশভুজা তৈরি করেছেন। শুধু তাই নয়, আছে পিতলের অস্ত্র, ছোট্ট অস্ত্র তৈরি করানো হয়েছে এই বছর নদিয়া থেকে অর্ডার দিয়ে।
তবে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি দুর্গাপুজোর। তাই জোর কদমে দিন রাত এক করে ছোট্ট প্রতিমা তৈরি করে চলেছেন শিল্পী রুপম দাস । তাকে উৎসাহিত করে তোলেন প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব সকলেই।
advertisement
Catch Special LIVE Coverage on Durga Puja(দুর্গা পূজা ) 2024 | দুর্গা পুজো ২০২৪
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 04, 2024 10:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পেশায় মেকআপ আর্টিস্ট নেশা প্রতিমা তৈরি! মাত্র দেড় ফুটের দুর্গা বানিয়ে চমক রূপমের