Maha Shivratri : দু’ ফুটের নটরাজ মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন বর্ধমানের এই শিক্ষক
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
শিবরাত্রি উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের এক স্কুল শিক্ষক যা করে দেখালেন, তা সত্যিই বিস্ময়কর।
পূর্ব বর্ধমান: শিবরাত্রি উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের এক স্কুল শিক্ষক যা করে দেখালেন, তা সত্যিই বিস্ময়কর। গুসকরা শহরের বাসিন্দা ও রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস এবার মাত্র ২ ফুট উচ্চতার নটরাজ মূর্তি তৈরি করেছেন, যা সম্পূর্ণ শুকনো কলাপাতা ও ভুট্টার খোসা দিয়ে গঠিত। শিক্ষকতার পাশাপাশি তপন দাসের রয়েছে সাহিত্য, সৃজনশীলতা, শিল্প এবং খেলাধুলার প্রতি এক বিশেষ আগ্রহ।
এর আগেও তিনি বিভিন্ন সামগ্রী ব্যবহার করে একাধিক চমকপ্রদ শিল্পকর্ম তৈরি করেছেন। রথযাত্রার সময় বাতিল সামগ্রী দিয়ে কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন তিনি। এছাড়াও শুকনো কলাপাতা দিয়ে মা কালীর প্রতিমা এবং সরস্বতী পুজোয় পাটের বস্তা ও জড়ি দিয়ে দেবী মূর্তি তৈরি করে সকলকে মুগ্ধ করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
আরও পড়ুন “আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
প্রায় এক মাস ধরে কঠোর পরিশ্রমের পর, বিভিন্ন জায়গা থেকে শুকনো কলাপাতা ও ভুট্টার খোসা সংগ্রহ করে সেগুলোকে নিখুঁতভাবে কেটে ও সাজিয়ে তিনি তৈরি করেছেন এই অসাধারণ নটরাজ মূর্তি। তার শিল্পকর্মের সূক্ষ্মতা ও অভিনবত্ব দেখে মুগ্ধ হচ্ছেন সকলেই। তপন বাবু জানিয়েছেন, এই কাজ করে আমি খুব আনন্দ পাই। শিল্প চর্চার সঙ্গে যুক্ত থেকে ভাল লাগে। আগামী দিনে আরও নতুন নতুন কাজ করব।
advertisement
শিবরাত্রির এই বিশেষ উপস্থাপন যেন তপন দাসের সৃজনশীল প্রতিভার এক নতুন উদাহরণ। শিক্ষকতার পাশাপাশি শিল্পের প্রতি তার অদম্য ভালবাসাই তাকে বারবার নতুন নতুন সৃষ্টির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার হাতের ছোঁয়ায় কলাপাতা ও ভুট্টার খোসার মতসাধারণ উপকরণও যেন অন্য মাত্রা পেয়ে যায়। পূর্ব বর্ধমানের এই প্রতিভাবান শিল্পী আবারও প্রমাণ করলেন, সৃষ্টিশীলতার কোনও সীমানা নেই।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2025 7:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maha Shivratri : দু’ ফুটের নটরাজ মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন বর্ধমানের এই শিক্ষক