West Bengal News: নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপনে বিরাট চমক শান্তিপুরের বিধায়কের! কী করলেন তিনি
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal News: বর্ষবরণের রাতে নিজেই হঠাৎই একাধিক শীতবস্ত্র নিয়ে শান্তিপুর শহরের চারটি জায়গাতে একাধিক নৈশ প্রহরীদের নতুন বছর উপলক্ষে শীতবস্ত্র তুলে দিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে যখন সারা শান্তিপুর উৎসব মুখরিত। ঠিক তখনই শান্তিপুরের বিধায়ক একটু অন্যরকম ভাবেই শুরু করলেন নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান। একদিকে যখন সারা শান্তিপুরে উৎসব চলছে তখন শান্তিপুরের বিভিন্ন জায়গাতে রাতের অন্ধকারে পাহারা দিয়ে চলেছে শান্তিপুর শহরের একাধিক নৈশ প্রহরীরা। বর্ষবরণের রাতে নিজেই হঠাৎই একাধিক শীতবস্ত্র নিয়ে শান্তিপুর শহরের চারটি জায়গাতে একাধিক নৈশ প্রহরীদের নতুন বছর উপলক্ষে শীতবস্ত্র তুলে দিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী।
এদিন শান্তিপুর নতুনহাট শান্তিপুর স্টেশন শান্তিপুর ডাকঘর মোর এবং শান্তিপুর বড় বাজারে যে সমস্ত নৈশ প্রহরীরা রাতের অন্ধকারে শহরকে এবং বাজারগুলিকে নিরাপত্তা দিয়ে চলেছেন তাদের সঙ্গেই নতুন বছরের আনন্দ ভাগ করে নিলেন বর্ষবরণের রাতেই। এক্ষেত্রে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি এই ৩১ ডিসেম্বর মাঝরাতে এই সমস্ত নৈশ প্রহরীদের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে শীতবস্ত্র তুলে দেন। মূলত এই মানুষগুলোর সঙ্গে দেখা করা তাদের অভাব অভিযোগ শোনা এবং তাদের সঙ্গে নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে তিনি এই দিনটিকে বেছে নেন। সেই মতন কোনও রকম প্রচার ছাড়া হঠাৎই তিনি তাদের সঙ্গে দেখা করেন এবং তাদের অভাব অভিযোগ শুনেন।
advertisement
advertisement
এদিনও তার একই পরিকল্পনা ছিল এবং সেই মতো সে সমস্ত মানুষদের সঙ্গে দেখা করে তাদেরকে উষ্ণঅভ্যর্থনা জানানো হয় শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে। যদিও ইদানিং শান্তিপুর শহরে একাধিক চুরির ঘটনা বেড়ে চলার প্রসঙ্গে নৈশ প্রহরীদের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক জানান চুরির ঘটনা যেরকম বেড়েছে সেরকম প্রশাসনও তৎপরতার সঙ্গে কাজ করছে। আর নৈশ প্রহরীরাও চেষ্টা করে যাতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে প্রশাসনের উপর আস্থা রাখুন যারা এই সমস্ত চুরির ঘটনা ঘটাচ্ছে তাদের শাস্তি হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 01, 2026 4:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপনে বিরাট চমক শান্তিপুরের বিধায়কের! কী করলেন তিনি








