Old Traditions Of Bengal: চাকা ঘোরালে বদলাত স্টেশন, শোনা যেত নানা অনুষ্ঠান, রেডিওর সেই স্মৃতি আজ ইতিহাস

Last Updated:

ফেব্রুয়ারিতে সারা বিশ্বজুড়ে পালিত হবে আন্তর্জাতিক রেডিও দিবস। তার আগেই, পুরনো দিনের স্মৃতি রোমন্থন বৃদ্ধের।

+
স্মৃতি

স্মৃতি রোমন্থন 

পশ্চিম মেদিনীপুর: সেই স্কুল জীবন থেকে নেশা। তৎকালীন সময়ে বাড়িতে আসে শর্ট ওয়েব রেডিও। তার জন্য ট্যাক্সও গুনতে হয়েছে সরকারকে। তবে সেই নেশা আজও টিকিয়ে রেখেছেন তিনি। তৎকালীন সময়ে চিঠি লিখেছেন বিভিন্ন রেডিও কেন্দ্রে। দেশের বিভিন্ন কেন্দ্রের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন রেডিও স্টেশন থেকে পেয়েছেন উত্তর। এখনও সেই দিনের স্মৃতি অমলিন বৃদ্ধের কাছে। মোবাইল এসেছে, এসেছে এআই, তবু যেন তাঁর কাছে সেদিনের সেই রেডিও অনেক বেশি আকর্ষণীয়। সভ্যতার উন্নতি হলেও তাঁর কাছে সেই পুরানো রেডিও-ই বড় ভরসার।
সামনেই আন্তর্জাতিক রেডিও দিবস, তার আগে রেডিও’র বিভিন্ন স্বর্ণালী দিনের স্মৃতিচারণায় বৃদ্ধ। রেডিও যেন তাঁকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। বয়স ৬৫ পেরিয়েছে, ১৯৭১-৭২ সাল থেকে তাঁর রেডিও শোনা শুরু, তৎকালীন সময়ে ফোন তো ছিলই না, টিভিরও রমরমা ছিল না বাজারে, টিভির প্রচলন হয়েছে তার বহুকাল পরে। সেই সময় থেকেই তাঁর রেডিও শোনার নেশা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা ছিলেন। তিনি পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানা এলাকার দাঁতন থানার জামুয়াপাতি এলাকার বাসিন্দা অতনু নন্দন মাইতি।
advertisement
রেডিওতে চাকা ঘুরিয়ে বদলাতেন বিভিন্ন রেডিও স্টেশন, এফএম-এ ভেসে আসা বিভিন্ন অনুষ্ঠান তিনি মনোযোগ দিয়ে শুনতেন। এরপর শুরু হয় বিভিন্ন অনুষ্ঠানের পক্ষে এবং বিপক্ষে নানান চিঠিপত্র লেখা। কখনও বিবিসি, আবার কখনও বিভিন্ন আন্তর্জাতিক রেডিও স্টেশনে তিনি চিঠি লিখেছেন। বিবিসি রেডিও স্টেশন থেকে একসময় এক অনুষ্ঠানে তিনি ডাকও পেয়েছিলেন নির্বাচিত শ্রোতা হিসেবে।
advertisement
advertisement
কালের নিয়মে হারিয়ে যাচ্ছে রেডিও শ্রোতাদের সংখ্যা। মোবাইল-ইন্টারনেটের যুগে, হাতের মুঠোয় ‘সবকিছু’ পেয়ে যাওয়া যুবসমাজ জানে না রেডিওর একটি অনুষ্ঠানের গুরুত্ব কতটা। আজ থেকে কয়েক দশক পিছনে গেলেই দেখা যাবে রেডিওর বিভিন্ন অনুষ্ঠানের জন্য কীভাবে মুখিয়ে থাকতেন শ্রোতারা। নিয়ম করে তাঁরা চিঠি লিখতেন, চিঠি প্রত্যুত্তরে বিভিন্ন সময়ে তাঁদের কাছে আসতো ক্যালেন্ডার, চিঠির উত্তর থেকে অনুষ্ঠানের সূচিপত্র।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Old Traditions Of Bengal: চাকা ঘোরালে বদলাত স্টেশন, শোনা যেত নানা অনুষ্ঠান, রেডিওর সেই স্মৃতি আজ ইতিহাস
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement