জল নয়, চাষের জমি ফুঁড়ে উঠে এল তেল ! পূর্ব বর্ধমানের গলসিতে মাথায় হাত কৃষকদের
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বানে ভাসল জমি। তবে জলে নয়, তেলে। মাটি ফুঁড়ে জমিতে উঠে এল তেল...
SARADINDU GHOSH
#পূর্ব বর্ধমান: বানে ভাসল জমি। তবে জলে নয়, তেলে। মাটি ফুঁড়ে জমিতে উঠে এল তেল... এহেন দৃশ্য দেখে চোখ কপালে কৃষকদের। মাটি ফুঁড়ে তেল বেরলে জমি উর্বরতা হারিয়ে বন্ধ্যা হয়ে যাবে... এই আশঙ্কায় মাথায় হাত কৃষকদের।
পূর্ব বর্ধমানের গলসির পারাজ স্টেশন রোডের পাশের জমিতে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে। এলাকার কৃষি জমির তলা দিয়ে গিয়েছে ইন্ডিয়ান অয়েলের পাইপ লাইন। সেই পাইপ মারফত অশোধিত জ্বালানি তেল বারাউনি থেকে হলদিয়া নিয়ে যাওয়া হয়। সেই পাইপ লাইন থেকেই তেল বের হয়ে ভাসিয়ে দিয়েছে জমি। পাইপ লাইন ফেটে তেল বের হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
এলাকার কৃষকরা বলছেন, পাইপের ছিদ্র দিয়ে তেল বের হয়ে জমির ওপর উঠে এসেছে। এতে একটা বিস্তীর্ণ এলাকার জমি উর্বরতা হারাবে বলে তাঁদের আশঙ্কা। তাঁরা বলছেন, তেল থাকলে জমিতে ধান সহ কোনও চাষই হবে না। তার ওপর কয়েক দিন পরই ডিভিসি ক্যানালে জল ছাড়বে। সেই জলে মিশে তেল অনেক দূর ছড়িয়ে পড়বে। তখন সব জমিই উর্বরতা হারাবে।
advertisement
তেল বেরিয়ে আসার খবর পেয়ে কৃষকরা জমির সামনে ভিড় করেন। খবর দেওয়া হয় ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে। সেখান থেকে কর্মীরা এসে এলাকা চিহ্নিত করেন। পাইপ লাইনের ছিদ্র মেরামতের কাজ শুরু করেন তাঁরা। সাধারণত এই ধরনের লিক হলে তার সংকেত ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের পাওয়ার কথা। এক্ষেত্রেও তা বুঝতে পেরেছিলেন কর্মীরা। তাঁরাও কোথায় লিক হয়েছে তা খুঁজতে বেরিয়েছিলেন বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে । কীভাবে এই লিক হল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2019 6:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল নয়, চাষের জমি ফুঁড়ে উঠে এল তেল ! পূর্ব বর্ধমানের গলসিতে মাথায় হাত কৃষকদের