Travel: সবুজের সমারোহ, নদীর শান্ত প্রবাহ মন জুড়াবে, ঝাড়গ্রামের এই জায়গায় ঘুরে আসুন

Last Updated:

Travel: একদিনের জন্য ঘুরে আসুন গ্রাম থেকে, মন জুড়াবে আপনার, জানেন এই গ্রাম কোথায়?

+
title=

ঝাড়গ্রাম: ঘুরতে যেতে কমবেশি সকলেই পছন্দ করেন। আর শীতকাল মানেই তো পিকনিকের মরশুম। সারা বছর কাজের ক্লান্তি কাটিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে পরিবার, বন্ধু-বান্ধবদের সঙ্গে পিকনিকে মজায় থাকে আপামর বাঙালি। তবে ভ্রমণের সেই ডেস্টিনেশন যদি হয় কোনও সবুজে ঘেরা জঙ্গলে বা নদীর পাশে তবে তো আর কথাই নেই।
কংক্রিটের চার দেওয়ালের গন্ডি ছাড়িয়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন জঙ্গলমহল থেকে। বয়ে চলা ডুলুং নদীর শান্ত-স্নিগ্ধ রূপ, বিশাল শাল জঙ্গল, পাশেই হলুদ সর্ষের বন, মন ভাল করবে আপনার। সপ্তাহান্তে যদি ছুটি থাকে তবে ঘুরে আসুন জঙ্গলমহলে এই গ্রাম থেকে।
আরও পড়ুনঃ ফের আবহাওয়ার আমূল বদল, সকাল থেকে আকাশে মেঘে, ফের বৃষ্টি রাজ্যে? জানুন
অফিসের কচকচানি, পরিবার সামলে ক্লান্ত? মন ভাল করার জন্য আপনার প্রিয় ডেস্টিনেশন হতে পারে এই জায়গা। ঝাড়গ্রাম জেলার জুনশোলা গ্রাম। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের অন্তর্গত এই গ্রাম। শীতের সময় এই গ্রামের অধিকাংশ মানুষ সর্ষের চাষ করেন। সবুজ বনাঞ্চলের মাঝে হলুদের সমারোহ। পাশাপাশি পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। সেই নদীর পাড়ে হতে পারে বনভোজনের আয়োজন।
advertisement
advertisement
শহরকেন্দ্রিক মানুষজন বরাবরই পছন্দ করেন গ্রামকে। গ্রামের মানুষ সংস্কৃতি, সবুজে ঘেরা চারপাশ, মন কাড়ে সকলের। ঝাড়গ্রাম জেলার লোধাশুলি-রগড়া রুটে গোয়ালমারা বাস স্টপেজ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জুনশোলা গ্রাম। গ্রামের মেঠো পথ, শান্ত নদীর জল পড়ার শব্দ, সবুজের ক্ষেত্র মন ভালো করবে আপনার। দুপুরে নদীর পাড়ে পিকনিক সেরে ঘুরে দেখতে পারেন বেলিয়াবেড়া বাঘেশ্বর মন্দির কিংবা সামান্য দূরেই রামেশ্বর, তপোবন-সহ নানান দেবদেবীর মন্দির। একদিনের ছুটিতে যারা ঘুরে আসার প্ল্যান করছেন, তারা অবশ্যই আসতে পারেন এই গ্রামে। স্থানীয়রা মনে করছেন, গ্রামীণ এলাকার স্বাদ নিতে চাইলে আসতেই হবে এই গ্রামে। একদিকে যেমন মন ভাল হবে আপনার, তেমনই গ্রামীণ এলাকায় গড়ে উঠবে স্থানীয় পর্যটন কেন্দ্র।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel: সবুজের সমারোহ, নদীর শান্ত প্রবাহ মন জুড়াবে, ঝাড়গ্রামের এই জায়গায় ঘুরে আসুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement