Offbeat Destination: সুন্দরবনে দুই নদীতে ঘেরা এই দ্বীপ! এবারের শীতে বেড়ানোর নতুন ঠিকানা!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এবারের শীতের আপনার ভ্রমণের অন্যতম জায়গা সুন্দরবনের পিয়ালী আইল্যান্ড।আপনি যদি সুন্দরবনের ছোঁয়া সহ প্রকৃতির অনুভব করতে চান তবে আপনি পিয়ালি দ্বীপে ভ্রমণ করতে পারেন।
দক্ষিণ ২৪ পরগনা: এবারের শীতে আপনার ভ্রমণের অন্যতম জায়গা সুন্দরবনের পিয়ালী আইল্যান্ড।আপনি যদি সুন্দরবনের ছোঁয়া-সহ প্রকৃতি অনুভব করতে চান তবে আপনি পিয়ালি দ্বীপে ভ্রমণ করতে পারেন। কীভাবে যাবেন!
আরও পড়ুনঃ সবজি না, এ যেন ‘অমৃত’! জ্বর-সর্দি-কাশির ‘মহাশত্রু’! উপকার শুনলে এখনই ছুটবেন বাজারে
তাহলে জেনে নিন কলকাতা থেকে খুবই কাছে এই দ্বীপে পৌঁচ্ছাবেন কী করে। শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর বা নামখানা লোকালে উঠে আপনি গোচরণ স্টেশনে নেমে অটো, টোটো, বাস এই ধরনের বিভিন্ন ছোট বড় গাড়ি করে এক নিমেষে পৌঁছে যেতে পারেন মাত্র কয়েক কিলোমিটার রাস্তা। এই পিয়ালি নদীর উপর একটি ছোট সেতু পার হয়ে আপনি পিয়ালি দ্বীপে যেতে পারেন। মাতলা ও পিয়ালী দুটি নদী এই দ্বীপকে ঘিরে।
advertisement
পিয়ালী নদী আসলে দ্বীপের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং মাতলা নদীতে মিশে যায়। এই দ্বীপে শুধুমাত্র একটি ট্যুরিস্ট লজ আছে কিন্তু পর্যটকদের জন্য সুসজ্জিত বিভিন্ন হোটেল রয়েছে। এখান থেকে আপনি কী কী উপভোগ করতে পারেন? পিয়ালি দ্বীপে ঘোরার জন্য প্রচুর জিনিস রয়েছে আপনি প্রকৃতিতে হাঁটা, নৌকায় যাত্রা উপভোগ করতে, কিছু পাখি দেখা, বাগানে উপভোগ করতে এবং গ্রামের জীবনের স্বাদ নিতে পারেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নারকেলেই কেল্লাফতে! ঝরবে ওজন, কমবে হার্ট অ্যাটাকের ঝুকি! শুধু জানুন খাওয়ার নিয়ম
দ্বীপটির প্রধান আকর্ষণ তার ধানক্ষেত, ঘোরাফেরা পিয়ালি নদী, বিক্ষিপ্ত জঙ্গল, মাতলা নদী, দ্বীপের তীরে ম্যানগ্রোভ বন এবং গ্রামের জীবন। কিছু পরিযায়ী পাখিও শীতকালে পিয়ালী দ্বীপের কোলে ঝাঁকে ঝাঁকে আসে। যারা কাছাকাছি ঘুরতে যেতে চান তারা সহজেই পিয়ালি দ্বীপ থেকে ঝরখালি এবং কৈখালী খুব সহজেই ভ্রমণের জন্য আয়োজন করতে পারেন। আপনি বছরের যে কোন সময় পিয়ালি দ্বীপে ভ্রমণের ব্যবস্থা করতে পারেন তবে শীতকাল পাখি দেখার জন্য একটি চমৎকার সময় হবে। আর তাই দেরি না করে শীতের শুরুতে এই দ্বীপে চলে আসতে পারেন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2024 5:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat Destination: সুন্দরবনে দুই নদীতে ঘেরা এই দ্বীপ! এবারের শীতে বেড়ানোর নতুন ঠিকানা!
