Offbeat Destination: সুন্দরবনের অফবিট লোথিয়ান দ্বীপ! ঘুরে আসুন নদীর মোহনার সুন্দর এই অভয়ারণ্যে
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Offbeat Destination: শীত আসছে আগে থেকেই জেনে নিন সুন্দরবনের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য কিভাবে যাবেন
দক্ষিণ ২৪ পরগনা: আর কয়েকদিন পর আমাদের রাজ্যে শীত প্রবেশ করতে চলেছে। আর এই শীতে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ঘুরতে যাওয়ার একটা আলাদা অনুভূতি। শীতের উইকেন্ডে আপনার ডেস্টিনেশন হোক সুন্দরবনের অন্যতম সুন্দর দর্শনীয় স্থান লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য বঙ্গোপসাগরের কাছে সপ্তমুখী নদীর মোহনায় এই দ্বীপটি অবস্থিত। কিভাবে যাবেন।
কলকাতা থেকে এই লেথিয়ার দ্বীপে যেতে সময় লাগে মাত্র দু’ঘণ্টা। শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লোকালে উঠে নামখানা স্টেশনে নামিয়ে নদীপথে যাওয়া যায়। এছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখা ক্যানিং লোকালে উঠিয়া ক্যানিং স্টেশনে নামিয়া সেখান থেকে অটো টেকার বাসে করে সজনে খালি আর সজনে খালি থেকে বোর্ড ভাড়া করে অভয়ারণ্যে যেতে পারেন।
advertisement
advertisement
পর্যটকরা সজনেখালীর সরকারি ট্যুরিস্ট লজে থাকতে পারেন এবং একদিনের ভ্রমণে বন পরিদর্শন করতে পারেন। আবাসন আগে থেকে বুক করতে হবে। এছাড়াও, সুন্দরবন রিজার্ভের কাছাকাছি থাকার অন্যান্য বিকল্প ব্যবস্থা রয়েছে। কপাল ভালথাকলে নৌকা থেকে দেখা পাওয়া যেতে পারে রয়াল বেঙ্গল!
advertisement
কখনও সখনও নদীতে জল খেতে বা স্নান করতে আসে তারা। অন্যদিকে নদীর লবণাক্ত জলে কুমীরের পাশাপাশি নানা প্রজাতির মাছও দেখা যায়।ঘন ম্যানগ্রোভে ঘেরা এই স্থান অন্যতম সুন্দরবনের অন্তর্গত দক্ষিণ ২৪ পরগণার সজনেখালির বন্যপ্রাণ অভয়ারণ্যের আয়তন ৩৬২ বর্গ কিলোমিটার। জঙ্গলের মধ্যে তৈরি করা সুবিশাল ও উঁচু ওয়াচ-টাওয়ার থেকে বন্যপ্রাণ নজরে পড়ে বহু। বনবিবির মন্দির, অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ। এই জঙ্গলে রঙ-বেরঙের পাখি দেখতে আসেন বহু পর্যটক।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2024 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Offbeat Destination: সুন্দরবনের অফবিট লোথিয়ান দ্বীপ! ঘুরে আসুন নদীর মোহনার সুন্দর এই অভয়ারণ্যে