Odisha Police: বাংলাদেশি সন্দেহে ওড়িশা থেকে গ্রেফতার চার, পূর্ব মেদিনীপুরে আত্মীয়রা চরম চিন্তায়! বারবার ঘটছে একই ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Odisha Police: ভগবানপুর থানার কোটবাড় এলাকায় চার জন মাস দেড়েক আগে ওড়িশায় স্টিলের বাসনপত্র, চুল ও টাকার বিনিময়ে ফেরির কাজ করতে গিয়েছিলেন।
পঙ্কজ দাশ রথী, হলদিয়া: বাংলাদেশি সন্দেহে ওড়িশার ভগবানপুরে চার ব্যক্তিকে আটক করল পুলিশ। গত পাঁচদিন ধরে ওড়িশা পুলিশ তাদের আটকে রেখেছে বলে দাবি পরিবারে। আটক যুবকদের উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার ও বিডিওর কাছে পরিবার গুলির তরফে অভিযোগ করা হয়েছে। জেলায় এই ধরনের একাধিক অভিযোগ গুলির তদন্ত হচ্ছে বলে দাবি পুলিশ সুপারের।
advertisement
ভগবানপুর থানার কোটবাড় এলাকায় চার জন মাস দেড়েক আগে ওড়িশায় স্টিলের বাসনপত্র, চুল ও টাকার বিনিময়ে ফেরির কাজ করতে গিয়েছিলেন। গত দশ বছরের বেশি সময় ধরে তারা কটকে নিশচিন্তকুলি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। গত ২৪ জুন মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ ওড়িশা পুলিশ ওই বাড়ি থেকে পাঁচজনকে আটক করে।
advertisement
advertisement
তাদের মধ্যে একজনকে ছেড়ে দেয়। বাকি চারজনকে নিশচিন্তকুলি থানার পুলিশ আটকে রাখে। আটক চারজনে মধ্যে বাবা সহ দুই ছেলে রয়েছে। পরিবারের লোকজন গত ২৫ জুন ওড়িশা নিশচিন্তকুলি থানায় গেলেও তাদের ছাড়েনি বলে দাবি। পরিবারের সদস্যদের বাংলাদেশী সন্দেহে আটক করা হয়েছে বলে ভগবানপুর-১ বিডিও সহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছে।
advertisement
গোটা ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগকারী এক আত্মীয় কালু মহম্মদ বলেন, ‘বাংলাদেশি সন্দেহে পিশেমশাই সহ ভাইদের আটক করেছে ওড়িশা পুলিশ। আধারকার্ড ও জমির দলিল দেখালেও তাদের ছাড়া হচ্ছে না। ভাইদের উদ্ধারে বাধ্য হয়ে জেলা পুলিশ ও বিডিওর কাছে অভিযোগ করেছি’।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2025 1:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Odisha Police: বাংলাদেশি সন্দেহে ওড়িশা থেকে গ্রেফতার চার, পূর্ব মেদিনীপুরে আত্মীয়রা চরম চিন্তায়! বারবার ঘটছে একই ঘটনা