Nusrat Jahan on Sandeshkhali: অগ্নিগর্ভ সন্দেশখালি, সাংসদ হয়েও কেন চুপ? প্রশ্নের মুখে জবাব দিলেন নুসরত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রীতিমতো আগুন জ্বলেছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে৷ যদিও ঘটনার পর থেকে নুসরত জাহানকে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মতামত বা বিবৃতি দিতে দেখা যায়নি৷
কলকাতা: সন্দেশখালি যখন জ্বলছে, তখন এলাকার সাংসদ হিসেবে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বিরোধীরা৷ শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সন্দেশখালি কাণ্ড নিয়ে বিবৃতি দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান৷ দাবি করলেন, সাংসদ হিসেবে প্রতিনিয়ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি৷ রাজনীতি না করে পরিস্থিতি শান্ত করারও আবেদন জানিয়েছেন তিনি৷
এ দিন লিখিত বার্তায় বসিরহাটের তৃণমূল সাংসদ জানান, এই কঠিন সন্ধিক্ষণে আসুন আমরা অন্যদের উস্কানি দেওয়া থেকে বিরত থেকে প্রশাসনকে সাহায্য করি৷ রাজ্য সরকার নিরন্তর ভাবে স্থানীয় মানুষকে সাহায্য করছে এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আমি নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি৷ পরিস্থিতি নিয়ে রাজনীতি না করাটা গুরুত্বপূর্ণ৷ আমার কাজ আগুন নেভানো, তা আরও বাড়িয়ে দেওয়া নয়৷ আসুন সবাই মিলে প্রশাসনকে সাহায্য করে তাদের নিজেদের কাজটুকু করতে দিই৷
advertisement
আরও পড়ুন: জামিন পেতেই বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে ফের গ্রেফতার, বসিরহাটে তুমুল উত্তেজনা
advertisement
দুই তৃণমূল নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখল, নারী নির্যাতন সহ একাধিক অভিযোগে গত বুধবার থেকে অগ্নিগর্ভ হয়েছিল সন্দেশখালির পরিস্থিতি৷ রীতিমতো আগুন জ্বলেছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে৷ যদিও ঘটনার পর থেকে নুসরত জাহানকে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মতামত বা বিবৃতি দিতে দেখা যায়নি৷ মহিলাদের উপরে অত্যাচারের যে গুরুতর অভিযোগ উঠেছে, তা নিয়েও কোনও প্রতিক্রিয়া দেননি নুসরত৷
advertisement
এলাকার সাংসদ হয়েও কেন তিনি চুপ অথবা পরিস্থিতি শান্ত করতে উদ্যোগী হচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷ সন্দেশখালির এই ঘটনা আগামী লোকসভা নির্বাচনে যে বসিরহাটে তৃণমূলের কাজ কঠিন করে দিল, এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত মুখ খুললেন নুসরত৷
এই মুহূর্তে ১৪৪ ধারা জারি করা রয়েছে সন্দেশখালিতে৷ এ দিন আদালত থেকে জামিন পেলেও সন্দেশখালি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত উত্তম সর্দারকে ফের গ্রেফতার করে পুলিশ৷ একই ভাবে জামিন পাওয়ার পরেও গ্রেফতার করা হয় স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংহকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2024 11:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nusrat Jahan on Sandeshkhali: অগ্নিগর্ভ সন্দেশখালি, সাংসদ হয়েও কেন চুপ? প্রশ্নের মুখে জবাব দিলেন নুসরত