Python in West Bengal: বর্ষা বাড়তেই রাজ্যের এই জায়গায় বাড়ছে অজগরের দাপট, আতঙ্কে স্থানীয়রা
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Python attack: জঙ্গলময় দাপিয়ে বেড়াচ্ছে পাইথন! বেশ কিছু বাড়িতে পাইথন ঢুকে হাঁস, মুরগি গিলে খাওয়ার মত খবরও শোনা গিয়েছে, আতঙ্কে স্থানীয়রা।
পূর্ব বর্ধমান: বর্তমানে অজগর বা পাইথন পূর্ব বর্ধমানের আউশগ্রামে যেন একটি আতঙ্কের নাম। আউশগ্রামের জঙ্গলে বাড়ছে পাইথন এর সংখ্যা, জঙ্গলময় দাপিয়ে বেড়াচ্ছে পাইথন। বেশ কিছু বাড়িতে অজগর ঢুকে হাঁস, মুরগি গিলে খাওয়ার খবরও শোনা গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়ছেন গ্রামবাসীরা।
বন দফতরের দাবি, আউশগ্রামে পাইথনের করিডর করে ফেলেছে৷ আউশগ্রাম অঞ্চলের বাগড়াই ক্যানেল ধরে পাইথন আসছে৷ পাশাপাশি তারা ওই এলাকায় কুনুর নদীও পাচ্ছে৷ তাই দুই জলাশয় ধরে আসছে৷ রামচন্দ্রপুর, পূর্বতটি, প্রতাপপুর এসব গ্রামগুলিই পাইথনের মূল রুট৷ এমনকি আলেফনগর গ্রামেও পাইথন হানা দিচ্ছে৷ এরা মূলত জলাশয় থেকে গ্রামে ঢুকছে রোদ পোহানোর জন্য আর শিকারের সন্ধানে৷
advertisement
advertisement
আউশগ্রাম বিট অফিসার হিমাংশু মণ্ডল জানিয়েছেন, আউশগ্রামে পাইথন বেড়ে যাওয়ার মূল কারণ ডিভিসির ক্যানেলের জল আর কুনুর নদীর জল৷ বাগড়াই ক্যানেলের পাড়ে বেশি পাইথন দেখা যায়। বাগড়াই পাইথন জোন হিসাবে পরিণত হয়েছে৷ কয়েক দিন আগে দেখা গিয়েছিল বাঁশঝাড়ের ডগায় পাইথন উঠে বসে আছে৷ আমরা বাঁশ কেটে নামিয়েছি। মূলত গ্রামীণ এলাকায় বিশালাকার পাইথন হাঁস মুরগির লোভেই আসছে৷ মানুষ ভয় পেয়ে যাচ্ছেন, আমরা রাত হলেও খবর পেলেই পাইথন উদ্ধার করে আবার গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসি৷
advertisement
৩০ জুলাই পূর্বতটী গ্রামে পাইথন হানা দিয়েছিল৷ তাছাড়া ১৭ জুলাই আলেফনগরে হানা দিয়েছিল পাইথন। আউশগ্রামের বাসিন্দা নরেন মাণ্ডি বলেন, “আমাদেরও আতঙ্কে থাকতে হয়৷ জঙ্গলে পাতা কুড়াতে যেতেও ভয় লাগে৷ বাড়িতে হাঁস, মুরগির ঘরের ভিতরে কখন যে অজগর ঢুকে ঘাপটি মেরে থাকছে তা বুঝতে পারছি না”৷
advertisement
বর্ষায় দামোদরের ক্যানেল বা কুনুর নদীতে জল বাড়ছে৷ আর এই সময় পাইথনের দেখা মিলছে বেশি৷ জানা গিয়েছে, এক বছরে আউশগ্রামে ৩২ টি পাইথন উদ্ধার করেছে বন দফতর। সেগুলি উদ্ধার করে পরবর্তীতে আবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে৷ আউশগ্রামের জঙ্গলে পাইথনের সংখ্যা রীতিমতো বাড়ছে৷ আউশগ্রাম এলাকায় যে সব পাইথন দেখা যাচ্ছে তার বেশির ভাগই ৭ থেকে ৮ ফুট লম্বা৷ আর প্রায় ১০ থেকে ১২ কেজি ওজনের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 4:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Python in West Bengal: বর্ষা বাড়তেই রাজ্যের এই জায়গায় বাড়ছে অজগরের দাপট, আতঙ্কে স্থানীয়রা