Bankura News: মুখ ঘুরিয়ে নিচ্ছে পরিযায়ীরা, আকর্ষণ কমছে মুকুটমনিপুরের!
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বন দফতরের যৌথ উদ্যোগে মুকুটমনিপুরের কংসাবতী জলাধারে পরিযায়ী পাখির সুমারী হল। আর তাতেই দেখা যাচ্ছে ক্রমশ পরিযায়ী পাখির সংখ্যা কমছে
বাঁকুড়া: পরিযায়ী পাখির গণনা, তাও আবার বাঁকুড়ার মুকুটমনিপুরে। পক্ষী সুমারী হল বাঁকুড়ার রানি মুকুটমনিপুরে। ছোট টিলা, জঙ্গল এবং জলে ঘেরা মুকুটমনিপুরে শীতকালে পরিযায়ী পাখিদের দেখা পাওয়া যেন এক বাড়তি ভালোলাগা এনে দেয়। তবে এই প্রতিবেদনে মন ভাল করা খবরের পাশাপাশি মন খারাপের সংবাদও রয়েছে।
আরও পড়ুন: এবার কলেজেও অলচিকিতে পড়াশোনা
একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বন দফতরের যৌথ উদ্যোগে মুকুটমনিপুরের কংসাবতী জলাধারে পরিযায়ী পাখির সুমারী হল। আর তাতেই দেখা যাচ্ছে ক্রমশ পরিযায়ী পাখির সংখ্যা কমছে এখানে। তার কারণ হিসেবে উঠে এসেছে এক ভয়াবহ তথ্য।
advertisement
প্রতি বছর শীতের এই দিনগুলিতে দেশ-বিদেশের অসংখ্য পরিযায়ী পাখি মুকুটমনিপুরে আসে। স্বাভাবিক নিয়মে শীত শেষে তারা ফিরেও যায়। আর এখানে ঐ সব পাখি অবস্থানকালে বেশ কয়েক বছর ধরে গণণার কাজ শুরু হয়েছে। এদিন সকালে মুকুটমনিপুর জলাধারের উপর নৌকোয় চেপে ওই গণনার কাজ করা হয়। এদিনের গণণায় প্রায় ১২ রকম প্রজাতির পাখির খোঁজ মিলেছে বলে স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন প্ল্যাটু’র তরফে জানানো হয়।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পর্যটনকেন্দ্র মুকুটমনিপুরকে ঘিরে বার্ড ওয়াচিং ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পক্ষী গণনার কাজ করছে বন দফতর। এদিনের গণনায় সরাল, রাঙামুড়ি, বালি হাঁস সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন বাঁকুড়ার এডিএফও অসিতকুমার দাস, খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বন দফতরের অন্যান্য আধিকারিকরা। পক্ষী গণনার ওই সংস্থার দাবি, বিগত বছরের তুলনায় এবছর মুকুটমনিপুরে আসা পরিযায়ী পাখির সংখ্যা কমছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যে সমস্ত পরিযায়ী পাখির সন্ধান মিলছে না তারা কেন আসছে না সেটাও ওই রিপোর্টে কিছুটা তুলে ধরা হয়েছে। সম্ভবত দূষণ বাড়ায় মুকুটমনিপুর থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে পরিযায়ী পাখিরা। এই বিষয়ে আগামী দিনে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হবে বলে জানিয়েছে বন দফতর।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2024 12:41 PM IST
