প্রথমে ৬, পরে দুই! বর্ধমান স্টেশনে পদপৃষ্টে জখম যাত্রীর সংখ্যা আরও বাড়ল, কী বললেন ডিআরএম?

Last Updated:

বর্ধমান রেল স্টেশনে রবিবার সন্ধ্যার ঠিক আগে এই ঘটনা ঘটে। ঘটনায় জখমদের মধ্যে পাঁচজন মহিলা, পুরুষ তিনজন বলে জানান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর।

বর্ধমান স্টেশনে পদপৃষ্টে জখম যাত্রীর সংখ্যা আরও বাড়লো, কী বললেন ডিআরএম?
বর্ধমান স্টেশনে পদপৃষ্টে জখম যাত্রীর সংখ্যা আরও বাড়লো, কী বললেন ডিআরএম?
বর্ধমান: রেল স্টেশনে পদপৃষ্টের ঘটনায় জখম যাত্রীর সংখ্যা বাড়ল আরও। প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পদপৃষ্ট হয়ে জখম ছয়জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। পরে আরও দু-জন জখম যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রীদের দেখতে যান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর-সহ পদস্থ রেলের আধিকারিকেরা। সেখানে জখম যাত্রীদের চিকিৎসা খতিয়ে দেখেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। তিনি যাত্রী নিরাপত্তায় রেলের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।
বর্ধমান রেল স্টেশনে রবিবার সন্ধ্যার ঠিক আগে এই ঘটনা ঘটে। ঘটনায় জখমদের মধ্যে পাঁচজন মহিলা, পুরুষ তিনজন বলে জানান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। রাতে তিনি বর্ধমান মেডিক্যালে জখম যাত্রীদের দেখতে যান। জখম যাত্রীদের চিকিৎসায় সবরকম সহযোগিতার আশ্বাস দেন ডিআরএম। ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জখম যাত্রীদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেওয়ার পর পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, ‘জখম যাত্রীদের চিকিৎসার সব রকম দায়িত্ব নেবে রেল। প্রয়োজনে এখানে প্রাথমিক চিকিৎসার পর রেলের অর্থোপেডিক হাসপাতালে তাঁদের নিয়ে যেতে পারি আমরা। এছাড়াও জখম যাত্রীদের চিকিৎসার খরচ রেল বহন করবে।’
advertisement
advertisement
কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? ডিআরএম বলেন, ‘এখন সবার আগে জখম যাত্রীদের সুস্থ করে তোলা জরুরি। সেই কাজই করছি আমরা। কেন এমন হল সেই ব্যাপারে শুধুমাত্র কিছু ধারণার মধ্য দিয়ে মন্তব্য করা সঠিক হবে না। এই ব্যাপারে রেল বিস্তারিত তদন্ত করবে। রবিবার ছুটির দিন সন্ধ্যায় যাত্রীদের চাপ তুলনামূলক কম ছিল। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটল তা অবশ্যই খতিয়ে দেখা হবে।’
advertisement
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কেন্দ্রীয় সরকার ও রেলের চরম সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেল যাত্রী সুরক্ষা দিতে ব্যর্থ। বারবার এই স্টেশনের বিভিন্ন দুর্ঘটনা সে কথাই প্রমাণ করছে।’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রথমে ৬, পরে দুই! বর্ধমান স্টেশনে পদপৃষ্টে জখম যাত্রীর সংখ্যা আরও বাড়ল, কী বললেন ডিআরএম?
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement