প্রথমে ৬, পরে দুই! বর্ধমান স্টেশনে পদপৃষ্টে জখম যাত্রীর সংখ্যা আরও বাড়ল, কী বললেন ডিআরএম?
- Published by:Rachana Majumder
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
বর্ধমান রেল স্টেশনে রবিবার সন্ধ্যার ঠিক আগে এই ঘটনা ঘটে। ঘটনায় জখমদের মধ্যে পাঁচজন মহিলা, পুরুষ তিনজন বলে জানান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর।
বর্ধমান: রেল স্টেশনে পদপৃষ্টের ঘটনায় জখম যাত্রীর সংখ্যা বাড়ল আরও। প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পদপৃষ্ট হয়ে জখম ছয়জন যাত্রীকে ভর্তি করা হয়েছিল। পরে আরও দু-জন জখম যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত যাত্রীদের দেখতে যান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর-সহ পদস্থ রেলের আধিকারিকেরা। সেখানে জখম যাত্রীদের চিকিৎসা খতিয়ে দেখেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসও। তিনি যাত্রী নিরাপত্তায় রেলের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন।
বর্ধমান রেল স্টেশনে রবিবার সন্ধ্যার ঠিক আগে এই ঘটনা ঘটে। ঘটনায় জখমদের মধ্যে পাঁচজন মহিলা, পুরুষ তিনজন বলে জানান পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। রাতে তিনি বর্ধমান মেডিক্যালে জখম যাত্রীদের দেখতে যান। জখম যাত্রীদের চিকিৎসায় সবরকম সহযোগিতার আশ্বাস দেন ডিআরএম। ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি।
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জখম যাত্রীদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেওয়ার পর পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, ‘জখম যাত্রীদের চিকিৎসার সব রকম দায়িত্ব নেবে রেল। প্রয়োজনে এখানে প্রাথমিক চিকিৎসার পর রেলের অর্থোপেডিক হাসপাতালে তাঁদের নিয়ে যেতে পারি আমরা। এছাড়াও জখম যাত্রীদের চিকিৎসার খরচ রেল বহন করবে।’
advertisement
advertisement
কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? ডিআরএম বলেন, ‘এখন সবার আগে জখম যাত্রীদের সুস্থ করে তোলা জরুরি। সেই কাজই করছি আমরা। কেন এমন হল সেই ব্যাপারে শুধুমাত্র কিছু ধারণার মধ্য দিয়ে মন্তব্য করা সঠিক হবে না। এই ব্যাপারে রেল বিস্তারিত তদন্ত করবে। রবিবার ছুটির দিন সন্ধ্যায় যাত্রীদের চাপ তুলনামূলক কম ছিল। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা কেন ঘটল তা অবশ্যই খতিয়ে দেখা হবে।’
advertisement
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস কেন্দ্রীয় সরকার ও রেলের চরম সমালোচনা করেন। তিনি বলেন, ‘রেল যাত্রী সুরক্ষা দিতে ব্যর্থ। বারবার এই স্টেশনের বিভিন্ন দুর্ঘটনা সে কথাই প্রমাণ করছে।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 8:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রথমে ৬, পরে দুই! বর্ধমান স্টেশনে পদপৃষ্টে জখম যাত্রীর সংখ্যা আরও বাড়ল, কী বললেন ডিআরএম?