ভোটযুদ্ধে হাইজ্যাক ‘নকুলদানা’
Last Updated:
নকুলদানা তুমি কার? এ নিয়েই জোর তরজা
#বাঁকুড়া: জাহাজ-উড়োজাহাজ হাইজ্যাকের গল্প তো কতই শোনা যায়। কিন্তু, তাই বলে নকুলদানা হাইজ্যাক! রবিবার তাও দেখা গলে ভোটবঙ্গে। বিনা যুদ্ধে সুচ্যাগ্র মেদিনী তো দূর, নকুলদানাও তৃণমূলকে ছাড়তে নারাজ বিজেপি।
ভোটের রাজনীতিতে কত কীই না হয়। আজ চৌকিদার যাঁর অস্ত্র, কাল সেই চৌকিদার অস্ত্রেই তাঁকে নিশানা করেন প্রতিপক্ষ। তেমনই ভোটের বাংলায় কাল যে নকুলদানা ছিল ঘাসফুলে, আজ তাই পদ্মফুলে।
এক্তেশ্বর মন্দিরে পুজো দিয়ে রবিবার সকালে প্রচার শুরু করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভক্ত থেকে গাজন মেলায় অংশ নেওয়া সাধারণ মানুষের মধ্যে নকুলদানা বিতরণ করেন পদ্ম-প্রার্থী। এ বাংলায় ভোটের বাজারে এবার ন মানেই নকুলদানা ৷
advertisement
advertisement
ভোটবাজার নকুলদানাকে জনপ্রিয় করার পিছনে রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রতর কথা মতোই এবার নানা জায়গায় তৃণমূল প্রচারে বেরিয়ে নকুলদানা বিলি করেছে।
এতদিন যা ছিল ঘাসপুলের প্রচারে, রবিবার তাই পদ্মফুলের। যদিও বাঁকুড়ার বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল ও বিজেপির নকুলদানার মধ্যে তফাত আছে। নকুলদানা তুমি কার? এ নিয়েই জোর তরজা। নকুলদানা নিয়েই চলছে প্রচার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2019 2:35 PM IST