বড় নেতাদের মধ্যে গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে দ্বন্দ্ব মেটানোর কড়া বার্তা বিষ্ণুপুরের তৃণমূল নেতার! শুনেই কটাক্ষ বিজেপির

Last Updated:

বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলের নেতাদের প্রতি তাঁর কড়া বার্তা, বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনও বিভাজন নয়, আমাদের একসঙ্গে, একমতে ও একপথে চলতে হবে।

News18
News18
বিষ্ণুপুর, বাঁকুড়া: “কর্মীরা নয়, আমরা যারা আজ মঞ্চে বসে আছি বিভাজনটা আমরা করি”। তৃণমূলের বিষ্ণুপুর ব্লক নেতৃত্ব ও কর্মীদের বিজয়া সম্মেলনে যোগ দিয়ে এই ভাষাতেই দলের গোষ্ঠীকোন্দলের কথা কার্যত স্বীকার করে নিয়ে দ্বন্দ্ব মেটানোর কড়া বার্তা দিলেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। বিজেপির কটাক্ষ, ‘ভাগের টাকা’ কর্মীরা পায় না, তা নেতাদের পকেটে যায়। স্বাভাবিক ভাবেই সেই ‘ভাগ’ নিয়ে কোন্দল তৃনমূলের নেতারাই করেন। এ কোনও নতুন ঘটনা নয়।
দলের গোষ্ঠীকোন্দলে দীর্ঘদিন ধরেই জর্জরিত তৃনমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সংগঠন। দলীয় পর্যালোচনায় গত বিধানসভা নির্বাচনে ওই সাংগঠনিক জেলার ৬ টি আসনের মধ্যে ৫ টি ও লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা আসন হাতছাড়া হওয়ার পিছনেও সেই গোষ্ঠীদ্বন্দের তত্বই উঠে এসেছে। কিন্তু তারপরেও থেমে নেই দলের কোন্দল।
advertisement
advertisement
কয়েকমাস আগে দলের গোষ্ঠীকোন্দলে সোনামুখীতে খুন হন তৃণমূলের এক বুথ সভাপতি। সামনেই বিধানসভা নির্বাচন। সংগঠনের গোষ্ঠীদ্বন্দ মেটানো এই নির্বাচনের আগে সবথেকে বড় চ্যলেঞ্জ তৃনমূলের কাছে। এবার সেই লক্ষ্যেই খোদ জেলা সভাপতির গলায় শোনা গেল কড়া বার্তা। বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলের নেতাদের প্রতি তাঁর কড়া বার্তা, বিধানসভা নির্বাচন পর্যন্ত কোনও বিভাজন নয়, আমাদের একসঙ্গে, একমতে ও একপথে চলতে হবে।
advertisement
তৃণমূলের জেলা সভাপতির এমন মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূলের ভাগের টাকা কর্মীরা পায় না। তাই কর্মীদের মধ্যে বিভাজন থাকার কথা নয়। কিন্তু ‘ভাগের টাকা’ নিয়ে নেতাদের দ্বন্দ প্রবল। যার জেরে খুনোখুনি পর্যন্ত হচ্ছে। আসলে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে বলে দাবি বিজেপির। ২৬-এর নির্বাচনেই সেই প্রমাণ হাতেনাতে পাবে তৃণমূল কংগ্রেস, দাবি বিজেপির৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বড় নেতাদের মধ্যে গোষ্ঠীকোন্দলের কথা স্বীকার করে দ্বন্দ্ব মেটানোর কড়া বার্তা বিষ্ণুপুরের তৃণমূল নেতার! শুনেই কটাক্ষ বিজেপির
Next Article
advertisement
Mamata Banerjee on SIR: A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন সৌগতকে
A-র বদলে E হলেই নাম বাদ, ভোটার তালিকায় বানান বিভ্রান্তি নিয়েও সরব মমতা! দায়িত্ব দিলেন স
  • নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷

  • নামের বানান জট নিয়ে সরব তৃণমূলনেত্রী৷

  • কীভাবে ভোটারদের বাদ যাওয়া নাম ফেরানোর চেষ্টা, বিএলএ-দের দিলেন পরামর্শ৷

VIEW MORE
advertisement
advertisement