Camel: এ কী! পিচের রাস্তায় ঘুরছে 'মরুভূমির জাহাজ'! ব্যাপারটা কী? পিল পিল করে ছুটলেন স্থানীয়রা

Last Updated:

Camel in Murshidabad: ধুলিয়ানে দু'টি উট নিয়ে এসেছেন এক ব্যক্তি। গ্রামে গ্রামে ঘুরে শিশুদের উটের পিঠে চাপিয়ে বিনোদন দিচ্ছেন তিনি।

+
এ

এ কী! পিচের রাস্তায় ঘুরছে 'মরুভূমির জাহাজ'! ব্যাপারটা কী? পিল পিল করে ছুটলেন স্থানীয়রা

মুর্শিদাবাদ: গ্রামে এসেছে মরুভূমির উট। মরুভূমির দেশ ছেড়ে নবাবের জেলা মুর্শিদাবাদে হাজির উট। ফলে বাড়ির দরজায় হাজির মরুযান। মরুভূমির উট দেখতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে সামশেরগঞ্জে। আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সুসজ্জিত উট দেখতে। উটের পিঠে সওয়ারি হওয়ার সুযোগ ছাড়ছে না অনেকেই । একটি বারের জন্য উট ছুঁয়ে দেখতে শিশুদের যেন হুড়োহুড়ি অবস্থা। উটের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছে এলাকায়। তাও আবার একটা নয়, বেশ কিছু উট হাজির মুর্শিদাবাদে। আর সেই উট দেখতে হুড়োহুড়ি আবাল বৃদ্ধ বনিতার। একটি বারের জন্য উট ছুঁয়ে দেখতে শিশুদের যেন হুড়োহুড়ি অবস্থা।
আরও পড়ুন- ভুলেও ছোঁবেন না ফুলকপি, যদি থাকে ‘এই’ রোগ! আপনিও কি সেই দলে? বিপদ ডাকছেন না তো?
মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ানে দু’টি উট নিয়ে এসেছেন এক ব্যক্তি। গ্রামে গ্রামে ঘুরে শিশুদের উটের পিঠে চাপিয়ে বিনোদন দিচ্ছেন তিনি। গ্রামীণ এলাকার মানুষ সাধারণত উট দেখতে পাননা। যেতে পারেন না কোনো চিড়িয়াখানা কিংবা মরুভূমিও। এরই মাঝে হঠাৎ গ্রামে বাড়ির দরজায় উটের দেখা। স্বাভাবিক কারণেই শিশুরা তো বটেই মরুভূমির উট দেখতে পেয়ে দেখতে ভির করছেন বড়রাও। সামসেরগঞ্জের ধুলিয়ান ফিল্ড সহ বিভিন্ন প্রান্তে উট ঘুরে বেড়াচ্ছে। উট আসতেই ভিড়ে ঠেলাঠেলি আমজনতার। অনেকেই বলছেন দুধের স্বাদ ঘোলে মেটানো। মরুভূমি কিংবা চিড়িয়াখানা গিয়ে নয়, বাড়ির দরজায় উটের দেখা পেয়ে খুশি সাধারণ মানুষ। খুশি শিশু, মহিলারাও।
advertisement
advertisement
মরুযান অনেকের কাছে স্বপ্নের অধরা জন্তু হিসাবেই এতদিন ছিল। এরই মাঝে হঠাৎ গ্রামে বাড়ির দরজায় উটের দেখা। স্বাভাবিক কারণেই শিশুরা তো বটেই মরুভূমির উট দেখতে ভিড় করছেন বড়রাও। সামান্য টাকার বিনিময়ে উটের পিঠে চড়ে মজা নিচ্ছে শিশুরাও। মরুভূমি কিংবা চিড়িয়াখানা গিয়ে নয়, বাড়ির দরজায় উটের দেখা পেয়ে খুশি মহিলা থেকে শিশু, ছেলে, বুড়ো। পাড়া গাঁয়ে ঘুরে ঘুরে লোককে আনন্দ দেওয়ার সঙ্গে আয়ও হয় উট মালিকের। সেই যৎসামান্য আয়েই দুই উটের ভরণ পোষণের খরচ সহ সংসারের পেট চালায় উট মালিক।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Camel: এ কী! পিচের রাস্তায় ঘুরছে 'মরুভূমির জাহাজ'! ব্যাপারটা কী? পিল পিল করে ছুটলেন স্থানীয়রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement