North 24 Parganas News: পেটের দায়ে গাছে ওঠাই কাল হল! চোখের নিমেষে ঘটে গেল অঘটন, মর্মান্তিক পরিণতি স্বরূপনগরের ‌ব্যক্তির

Last Updated:

North 24 Parganas News: পরিবার সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তি দীর্ঘদিন ধরেই পোকা লাগা গাছের ডাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো এদিনও সেই কাজ করতেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে যায় অঘটন।

গাছ থেকে পড়ে মৃত্যু
গাছ থেকে পড়ে মৃত্যু
স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ গাছের ডাল কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমজীবী ‌ব্যক্তির। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। এদিন সকালে স্বরূপনগরের দত্তপাড়া উঁচু পোল সংলগ্ন এলাকায় গাছের পোকা লাগা ডাল কাটতে ওঠেন তরণীপুর পাড় পাড়ার বাসিন্দা আসারফ মোল্লা। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
এদিন গাছের উঁচু ডালে উঠে এই কাজ করার সময় আচমকা হাত ফসকে নিচে পড়ে যান বলে অনুমান স্থানীয়দের। এলাকাবাসী দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ অভাব ঘোচাতে গিয়ে চলে গেল প্রাণ! ভিনরাজ্যে মৃত্যু মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের, ঢালাই মেশিন ভেঙে পড়ে সব শেষ
পরিবার সূত্রে জানা গিয়েছে, আসারফ দীর্ঘদিন ধরেই পোকা লাগা গাছের ডাল সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো এদিনও সেই কাজ করতেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে যায় অঘটন। এই ঘটনায় তরণীপুর পাড় পাড়ার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিবেশীদের কথায়, “খুব পরিশ্রমী মানুষ ছিলেন আসারফ। প্রতিদিন সকালে কাজ করতে বেরোতেন। কে জানত আজই তাঁর শেষ দিন হবে!” স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। গ্রামের মানুষেরা জানান, এই দুর্ঘটনা শুধু এক পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক গভীর বেদনা ও শূন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পেটের দায়ে গাছে ওঠাই কাল হল! চোখের নিমেষে ঘটে গেল অঘটন, মর্মান্তিক পরিণতি স্বরূপনগরের ‌ব্যক্তির
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement