North 24 Pargana: মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার অভিযুক্ত
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার অভিযুক্ত। নৃশংস ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার। রবিবার এক গৃহবধূ অভিযোগ আনেন ৪৮ বছরের ব্যক্তির বিরুদ্ধে
বনগাঁ: মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার অভিযুক্ত। নৃশংস ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানার। রবিবার এক গৃহবধূ অভিযোগ আনেন ৪৮ বছরের ব্যক্তির বিরুদ্ধে। মহিলার অভিযোগ, তিনি যখন মাঠে শাক তুলতে যান, সেই সময় নির্জনতার সুযোগ নিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে ৪৮ বছরের এক ব্যক্তি । অভিযোগ পেয়ে রবিবারই অভিযুক্তকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে ।
গত মাসেই মিনাখা থানা এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। বাড়িতে একাই ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে ছিলেন। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির দরজা ভেঙে রাত দুটো নাগাদ বাড়িতে ঢোকে অভিযুক্ত। এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ধর্ষণকারীরা। এই ঘটনার পর অভিযুক্ত বাবুসোনা মিরকে এলাকার বাসিন্দারা ধরে পুলিশের হাতে তুলে দেয় । অভিযুক্ত মহিলার দাবি, রবিউল বৈদ্য নামে এক ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে তাঁকে ধর্ষণ করে।
advertisement
এপ্রিল মাসেই এক তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে নির্মীয়মান হাসপাতালে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে পলাশিপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার বাসিন্দা ওই তরুণী বাজারে গিয়েছিল কেনাকাটার জন্য। এর পর রাহুল নামে এলাকারই এক যুবক ওই যুবতীকে ফোন করে ওই এলাকার একটি নির্মীয়মাণ হাসপাতালের কাছে দেখা করতে বলে। তরুণী সেখানে গেলে রাহুল-সহ আরও তিন যুবক তাঁকে জোর করে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। সেখানে রাহুল তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণী ভয়ে প্রথমে বাড়িতে কিছু না বললেও পরবর্তীতে অত্যাধিক রক্তক্ষরণের কারণে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়।
advertisement
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2025 4:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana: মাঠে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার মহিলা, গ্রেফতার অভিযুক্ত