Jagatpur Bridge: কংক্রিট উধাও, খিলখিল করে হাসছে রড...! রাজারহাট-নিউটাউনের এই ব্রিজে রডের খোঁচায় জখম হচ্ছে পড়ুয়ারা

Last Updated:

Jagatpur Bridge: ব্রিজের বেহাল দশা, উদাসীন প্রশাসন, বিপাকে নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া। শুধু সমস্যা নয়, পাশাপাশি আহত হচ্ছে অনেকেই।

+
জগতপুর

জগতপুর ব্রিজ

রাজারহাট: ব্রিজের বেহাল দশা, উদাসীন প্রশাসন, বিপাকে নিত্যযাত্রী থেকে স্কুল পড়ুয়া। রাজারহাট নিউটাউন অন্তর্গত জগতপুর ব্রিজ, যেটি বাগজোলা খালের উপর রয়েছে, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে সেই ব্রিজ। ব্রিজের মধ্যবর্তী বেশকিছু অংশে কংক্রিটের ঢালাই উঠে গিয়ে বেরিয়ে গিয়েছে রড যাতে করে সমস্যা হচ্ছে নিত্য পথযাত্রী ও স্কুল পড়ুয়াদের। ওই ব্রিজের একদম কাছেই রয়েছে একটি হাইস্কুল কখনও কখনও স্কুল পড়ুয়াদের সাইকেলের চাকায় ব্রিজ থেকে বেরিয়ে থাকা লোহার রডে আঘাতপ্রাপ্ত হচ্ছে স্কুল পড়ুয়ারা। এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনার ওই এলাকার এক বাসিন্দা জানান, “অনেকদিন থেকেই দেখছি এই ব্রিজে ভেঙে মাঝখান থেকে রড বেরিয়ে গেছে। বাচ্চারা স্কুলে যায় বা আমাদের ছেলেমেয়েরা স্কুলে যায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। এই ব্রিজ কর্তৃপক্ষ কোনও খেয়াল করছে না।”
advertisement
advertisement
স্থানীয় বিজেপি নেতা বাসুদেব বিশ্বাস জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে ব্রিজের বেহাল অবস্থা। আমরা রাস্তা নিয়ে আন্দোলন করার সময় মাঝে বলেছিলাম ব্রিজের ব্যাপারে যেহেতু ব্রিজের দু’পাশে দু’টো স্কুল আছে ছোট বাচ্চাদের এবং বড়দের। অনেক সময় বাচ্চারা ওইখানে পড়ে যায় রডে খোঁচা খেয়ে অনেকেরই হাত পা কেটে গেছে, দীর্ঘদিন ধরে এমন চলছে প্রশাসনের কোনও হেলদোল নেই। আমরা পার্টির তরফ থেকে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ করেছি, প্রশাসনের তরফে যদি কোনও অ্যাকশন না নেওয়া হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনে পথে নামব।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার কাউন্সিলর অতীন্দ্র সানা জানিয়েছেন, “আমাদের বেশ কিছু জায়গায় কাজ চলছে। জলের লাইন এখানে আসছে, পরিস্রুত জল বাড়িতে বাড়িতে যাচ্ছে, আমাদের বিধায়ক অদিতি মুন্সি ও নেতা দেবরাজ চক্রবর্তী দেখে গেছেন যত তাড়াতাড়ি কাজ করা যায়। মূলত ব্রিজে যে সমস্যা সেচ দফতরের অধীনে থাকায় ব্রিজ কিছুদিনের মধ্যেই ঠিক করে দেওয়া হবে দু-একদিনের মধ্যে এমনটাই নির্দেশ দিয়ে গেছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তারা এখনই এটা রিপেয়ার করার ব্যবস্থা করে দেবেন।”
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগজোলা খালের ওপরের এই ব্রিজ দুই পাড়ের যোগাযোগের একমাত্র মাধ্যম। ব্রিজ এর দু’পাড়ে রয়েছে দুটি অটো স্ট্যান্ড ও জনবহুল একটি বাজার। ব্রিজটি জনবহুল এলাকায় থাকায় বহু মানুষ ওই ব্রিজের উপর নির্ভরশীল দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
শুভ ঢালী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagatpur Bridge: কংক্রিট উধাও, খিলখিল করে হাসছে রড...! রাজারহাট-নিউটাউনের এই ব্রিজে রডের খোঁচায় জখম হচ্ছে পড়ুয়ারা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement