North 24 Parganas News: বাংলার গ্রামে-গ্রামে আজও বিড়ি বেঁধেই সংসার চালান হাজার হাজার মহিলা

Last Updated:

তামাকপাতা, কেন্দুপাতা আর সুতো—এই তিন উপাদান দিয়েই তৈরি হয় ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ এক জীবিকা। ধূমপানের সামগ্রী হলেও বিড়ি আজও অনেক পরিবারের বেঁচে থাকার অবলম্বন।

+
বিড়ি

বিড়ি বেঁধে সংসার নির্বাহ

হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: গ্রামীণ বাংলার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে বিড়ি শিল্প। তামাকপাতা, কেন্দুপাতা আর সুতো—এই তিন উপাদান দিয়েই তৈরি হয় ক্ষুদ্র অথচ গুরুত্বপূর্ণ এক জীবিকা। ধূমপানের সামগ্রী হলেও বিড়ি আজ অনেক পরিবারের বেঁচে থাকার অবলম্বন। প্রাচীনকাল থেকেই সিগারেটের বিকল্প হিসেবে জনপ্রিয় এই বিড়ি আজও গ্রামীণ অর্থনীতির এক শক্তিশালী ভিত্তি।
উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, হাসনাবাদ ও মিনাখা-সহ একাধিক এলাকায় এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন হাজারো মানুষ। বিশেষত গ্রামের মহিলারাই এখন সংসারের হাল ধরেছেন বিড়ি বেঁধে। মহাজনরা প্রতি সপ্তাহে বাড়িতে এসে তামাক, কেন্দুপাতা ও সুতো পৌঁছে দেন। সেইসঙ্গে আগের সপ্তাহে বাঁধা বিড়ি সংগ্রহ করে নিয়ে যান বাজারে বিক্রির জন্য। এক মহিলা শ্রমিক জানান, ” এক হাজার বিড়ি বাঁধলে পাই ২৩০ টাকা। প্রতিদিন প্রায় ৮০০ থেকে ১২০০টি পর্যন্ত বিড়ি বাঁধা সম্ভব হয়।” এই আয়েই চলে তাঁদের সংসার, সন্তানদের পড়াশোনা থেকে শুরু করে ঘর-খরচ, চিকিৎসা… সবকিছু। দিনের পর দিন এই কুটিরশিল্পের ঘূর্ণিতে ঘুরছে হাজারও পরিবারের চাকা। তামাকের গন্ধে ভরা ছোট ছোট ঘরই তাদের কর্মক্ষেত্র। বড় বড় তামাক কোম্পানির পাশাপাশি বিড়ি শিল্পও ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাংলার গ্রামে-গ্রামে আজও বিড়ি বেঁধেই সংসার চালান হাজার হাজার মহিলা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement