North 24 Parganas News: লোকটা ৫০০ টাকার নোট এগিয়ে দিল নাবালিকার দিকে, এলাকার লোক দেখতে পেতেই শুরু তুলকালাম
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
North 24 Parganas News: ছেলে ধরা সন্দেহে গণপিটুনি, অল্পের জন্য প্রাণে বাঁচল অভিযুক্ত
বসিরহাট: ছেলে ধরা সন্দেহে গণপিটুনি, অল্পের জন্য প্রাণে বাঁচল অভিযুক্ত। ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। ঘটনাটি ঘটেছে বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার অন্তর্গত কেন্দুয়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার গাঙআটি এলাকার এক ব্যক্তি পাঁচশো টাকার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় এলাকাবাসীর চোখে পড়ে যায় ঘটনাটি। মুহূর্তের মধ্যেই ক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং শুরু হয় বেধড়ক মারধর। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement

advertisement
ক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং শুরু হয় বেধড়ক মারধর
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। তারা কোনও রকমে স্থানীয়দের বোঝিয়ে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে ধান্যকুড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে গোটা ঘটনার সত্যতা যাচাই করতে জিজ্ঞাসাবাদ চলছে।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় শিশু চুরির গুজব ছড়িয়ে পড়েছে, তাই ক্ষোভের বশেই এমন ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন স্থানীয়দের শান্ত থাকার ও কোনও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। এই ঘটনার পেছনে আর কেউ যুক্ত আছে কি না , তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
Julfikar Molla
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2025 11:03 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: লোকটা ৫০০ টাকার নোট এগিয়ে দিল নাবালিকার দিকে, এলাকার লোক দেখতে পেতেই শুরু তুলকালাম