North 24 Parganas News: ফের সুন্দরবন থেকে মিলল চেন্নাইয়ের নিখোঁজ ব্যক্তি, ঘরে ফেরাল এলাকাবাসী

Last Updated:

North 24 Parganas News: বেশ কয়েকমাস ধরেই ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন।

+
চেন্নাইয়ের

চেন্নাইয়ের নিখোঁজ ব্যাক্তিকে তুলে দেওয়া হল 

উত্তর ২৪ পরগনা : ফের সুন্দরবন থেকে চেন্নাইয়ের নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল এলাকাবাসী।দীর্ঘ কয়েকমাস আগে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন বছর ৪১ এর মানসিক ভারসাম্যহীন তিয়াগরাজন কে । কিন্তু পথ ভুলে গিয়ে আর ঘরে ফেরা হয়নি। পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে হাজির হয় উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায়। বেশ কয়েকমাস ধরেই ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয় মানুষজন।
এরপর এলাকার এক টোটো ওয়ালা খবর দেয় বাজার কমিটির উদ্যোক্ত তথা আলহাদি ফাউন্ডেশন এর কর্ণধর সুশান্ত ঘোষ এর কাছে। সেখানে বেশ কয়েকজন ওই ব্যক্তিকে থাকা খাওয়ার ব্যবস্থা করে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি তামিলনাড়ুর চেন্নাইয়ের রামস্বামী গার্ডেন এলাকায়।
advertisement
advertisement
অনেক প্রচেষ্টায় নাম পরিচয় জানার সঙ্গে সঙ্গে জানা যায় তিনি পাঁচ বছর আগে তিনি স্থানীয় একটি দন্ত চিকিৎসালয়ে কাজ করতেন। সেখানকার ফোন নম্বরটি তিনি জানান, সেই সূত্র থেকেই সুশান্ত বাবু তার বাড়ির নম্বর পেয়ে যোগাযোগ হয় রাজনের ভাই মুনিয়াম।পরিবার সূত্রে খবর আট মাস আগে বাড়ী থেকে বেরিয়ে জয়পুর চলে যান সেখান থেকে কলকাতা আসেন।
advertisement
শেষে লেবুখালী রাস্তাথেকে তাকে উদ্ধার করে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ হলে পরিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট হিঙ্গলগঞ্জের ওই এলাকায় পৌঁছায়। পরিবারের প্রতিনিধির হাতে তুলে দিলেন সুশান্ত ঘোষ। স্বাভাবিকভাবে বহুদিন পর পরিবারের সদস্যরা তাকে কাছে পেয়ে খুশি সকলেই।
—- জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ফের সুন্দরবন থেকে মিলল চেন্নাইয়ের নিখোঁজ ব্যক্তি, ঘরে ফেরাল এলাকাবাসী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement