৪ ঘণ্টা ফেলে রাখা হল মুমূর্ষু রোগীকে! রেলের ঘাড়ে দায় চাপিয়ে রোগীর দায়িত্ব নিতে অস্বীকার, ভাটপাড়া হাসপাতালে চরম অমানবিকতার ছবি
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: অমানবিকতার ছবি ভাটপাড়া হাসপাতালে। জগদ্দল স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে আশঙ্কাজনকভাবে আহত হন এক ব্যক্তি। তবে দুর্ঘটনার চেয়েও বড় আতঙ্ক ছড়াল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের অমানবিক আচরণকে ঘিরে।
উত্তর ২৪ পরগনা: অমানবিকতার ছবি ভাটপাড়া হাসপাতালে। জগদ্দল স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে আশঙ্কাজনকভাবে আহত হন এক ব্যক্তি। তবে দুর্ঘটনার চেয়েও বড় আতঙ্ক ছড়াল ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের অমানবিক আচরণকে ঘিরে। অভিযোগ, প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি না রেখে আশঙ্কাজনক অবস্থায় রোগীর দায় ঠেলে দেওয়া হল রেলের ঘাড়ে! ফলে প্রায় চার ঘণ্টা ওই অবস্থায় রোগীকে নিয়েই ঘোরাঘুরি করতে হল সাহায্যে এগিয়ে আসা মানুষদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রেন জগদ্দল স্টেশনে ঢোকার আগে ট্রেন থেকে হঠাৎ পড়ে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনাটি দেখে এলাকার এক যুবক তড়িঘড়ি আহতকে ভ্যানে করে নিয়ে যান ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের তরফে জানানো হয়, রোগীর অবস্থা আশঙ্কাজনক, তাই তাকে স্থানান্তর করতে হবে। সেই পরিস্থিতিতে হাসপাতালের কাছে সাহায্য চাওয়া হলেও তা মেলেনি বলেই অভিযোগ উঠছে। বরং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যেহেতু দুর্ঘটনাটি রেললাইনে ঘটেছে তাই দায়িত্ব রেল পুলিশের।
advertisement
advertisement
অবশেষে উদ্ধারকারীরা আবার ভ্যানে করে আহতকে নিয়ে ফেরেন জগদ্দল স্টেশনে। দীর্ঘক্ষণ সেখানেই পড়ে থাকেন রোগী। পরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে প্রায় চার ঘণ্টা পরে তাকে পাঠানো হয় কল্যাণী স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে ওই ব্যক্তির অবস্থা সঙ্কটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
advertisement
ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। একজন গুরুতর আহত মানুষকে একবার হাসপাতালে, আবার স্টেশনে ঘুরিয়ে প্রায় চার ঘণ্টা অবহেলায় ফেলে রাখা হল কেন! হাসপাতাল বা রেল পুলিশ, কারও দায়িত্ব নেওয়ার প্রবণতা দেখা গেল না কেন! বর্তমান পরিস্থিতিতে মানবিকতা কি তবে শুধুই মুখের কথা হয়ে দাঁড়িয়েছে? এমন নানা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 7:44 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪ ঘণ্টা ফেলে রাখা হল মুমূর্ষু রোগীকে! রেলের ঘাড়ে দায় চাপিয়ে রোগীর দায়িত্ব নিতে অস্বীকার, ভাটপাড়া হাসপাতালে চরম অমানবিকতার ছবি