North 24 Parganas News: ব্রিটিশ আমলে নিষিদ্ধ হওয়া নাটক মঞ্চস্থ হল অশোকনগরে! বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন নাট্যপ্রেমীরা

Last Updated:

North 24 Parganas News: অশোকনগর নাট্যৎসবের মঞ্চে এদিন এই ঐতিহাসিক নাটক দেখার বিরল সুযোগ পেলেন এলাকার নাট্যপ্রেমীরা। খুশি সকলে, কেননা এই নাটক নিষিদ্ধ হয়েছিল ব্রিটিশ আমলে।

+
নাটক

নাটক

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: বহু বছর পর ফের মঞ্চে ফিরে এল ইংরেজ শাসনকালে নিষিদ্ধ হওয়া নাটক ‘কারাগার’। অশোকনগর নাট্যৎসবের মঞ্চে এদিন এই ঐতিহাসিক নাটক দেখার বিরল সুযোগ পেলেন এলাকার নাট্যপ্রেমীরা। শহীদ সদন মঞ্চে এই নাটক দেখার পর অভিভূত অশোকনগরবাসী থেকে শুরু করে নাট্যমহল- সবারই প্রতিক্রিয়া একই, “অসাধারণ”।
নাটকের নির্দেশক কৌশিক চট্টোপাধ্যায়- নাট্যজগতের কাছে যিনি ‘ম্যাজিশিয়ান’ নামে পরিচিত- দুই ঘণ্টার নাটককে নিখুঁতভাবে সাজিয়েছেন। অনুজয়, কৌশিক চট্টোপাধ্যায় এবং বর্ণালী চট্টোপাধ্যায়ের তীক্ষ্ণ ও প্রাণবন্ত অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। আবহসঙ্গীতে উজান চট্টোপাধ্যায়ের সৃষ্টি নাটকের আবহকে আরও গভীর ও প্রভাবশালী করে তোলে।
advertisement
advertisement
‘শান্তিপুর সাংস্কৃতিক’ নাট্য সংস্থার এই প্রযোজনাটি ঐতিহাসিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মনমথ রায়ের লেখা কারাগার নাটকটি তৎকালীন ব্রিটিশ শাসনব্যবস্থার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। পুরাণের কংসের অত্যাচারের গল্পের মধ্য দিয়েই তিনি তুলে ধরেছিলেন ইংরেজদের প্রকৃত নিষ্ঠুরতা। এই কারণেই ১৯৩০ সালে ব্রিটিশ সরকার নাটকটি নিষিদ্ধ ঘোষণা করে। নাট্য পরিচালক কৌশিক চট্টোপাধ্যায় মনে করেন, বর্তমান বিশ্বপরিস্থিতিতে যখন একনায়কতন্ত্রের ছায়া ফের ঘনিয়ে আসছে, তখন কারাগার নাটকটি আরও প্রাসঙ্গিক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিহাসের সেই প্রতিবাদ আজও সমান শক্তিশালী। অশোকনগর নাট্যৎসবে এই নাটক দেখার সুযোগ পেয়ে, নাট্য প্রেমীদের মধ্যেও দেখা গেছে আলাদা উন্মাদনা। এর মধ্যে দিয়েই নাট্য উৎসব  শুধু এক নাট্য সন্ধ্যা নয়, হয়ে উঠেছিল ইতিহাস, প্রতিবাদ ও শিল্পের এক অনন্য সমন্বয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ব্রিটিশ আমলে নিষিদ্ধ হওয়া নাটক মঞ্চস্থ হল অশোকনগরে! বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন নাট্যপ্রেমীরা
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement