দেশজুড়ে কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযান সত্ত্বেও এই শহরে একটিও শৌচালয় নেই
Last Updated:
ব্যস্ত জনবহুল শহর। অথচ শহরের রাস্তায় একটিও শৌচালয় নেই। ছবিটা বীরভূমের রামপুরহাট শহরের।
#রামপুরহাট: ব্যস্ত জনবহুল শহর। অথচ শহরের রাস্তায় একটিও শৌচালয় নেই। ছবিটা বীরভূমের রামপুরহাট শহরের। দেশজুড়ে চলছে নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযান। রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পেও বরাদ্দ হয়েছে কোটি টাকা। রামপুরহাট শহরকে গ্রিন সিটি তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেখানে শৌচালয় না থাকায় শহরের সর্বত্র তৈরি হচ্ছে দূষিত পরিবেশ। সমস্যা মিটবে শীঘ্রই, আশ্বাস দিয়েছেন রামপুরহাটের পুরপ্রধান।
বীরভূমের রামপুরহাট শহর। শহরের প্রাণকেন্দ্র বলতে পাঁচমাথা মোড়, বাসস্টপেজ, লোটাস প্রেস, ভারশালা মোড়, কামারপট্টি মোড়-সহ আরও কয়েকটি জায়গা। অলি গলি তো দূরে থাক, খাস শহরের বুকে নেই একটিও শৌচালয়। দেশের বিভিন্ন রাজ্য কেন্দ্রের স্বচ্ছ ভারত অভিযানে শৌচালয় তৈরি হচ্ছে।নির্মল বাংলা গড়তে বিভিন্ন খাতে কোটি কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। রামপুরহাট শহরকে গ্রিন সিটি তৈরি করতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপও নেওয়া হয়েছে। ছ'মাস আগে শহরে দু'টি বায়ো টয়লেট বসানো হলেও পরিকল্পনার অভাবে তাও অব্যবহৃত। তাই পথচলতি মানুষ পড়ছেন সমস্যায়। শহরে ছড়াচ্ছে দূষণ।
advertisement
রামপুরহাটের পুরপ্রধান দ্রুত সমস্যা মেটার আশ্বাস দিয়েছেন ।
advertisement
পুরপ্রধান আশ্বাস দিয়েছেন। এবার কবে সমস্যার সমাধান হয়, তারই অপেক্ষায় শহরবাসী ও বাইরে থেকে আসা মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 14, 2017 2:47 PM IST