হোম /খবর /দক্ষিণবঙ্গ /
ঘরের অভাব ঠাসাঠাসি করে বসতে হচ্ছে পড়ুয়াদের, দিদির দূতদের কাছে অভিযোগ

Didir Doot: ঘরের অভাব ঠাসাঠাসি করে বসতে হচ্ছে পড়ুয়াদের, দিদির দূতদের কাছে অভিযোগ

শিক্ষকরা জানান, রান্নার জায়গাও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। গরমে পানীয় জলের সমস্যা রয়েছে। স্কুলে আসা প্রশাসনের কর্তাদের কাছে সেগুলির ব্যাপারে আর্জি জানানো হয়েছে। কিন্তু সেভাবে কাজের কাজ কিছুই হচ্ছে না।

  • Share this:

বর্ধমান: পরিকাঠামোগত অভাব রয়েছে অনেক স্কুলেই। দিদির দূত হয়ে এলাকায় গিয়ে সেসব তথ্য জানতে পারছেন জন প্রতিনিধিরা। এবার সরাসরি তাঁদের কাছে স্কুলের শ্রেণিকক্ষের দাবি জানানো হল। স্কুলে আসা বিধায়ক ও জেলা পরিষদ সহ সভাধিপতির কাছে পরিকাঠামো নিয়ে অভিযোগ করলেন শিক্ষকেরা।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে আউশগ্রামের অমরারগড় উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলেন এলাকার বিধায়ক অভেদানন্দ থান্দার, জেলা পরিষদ সহ সভাধিপতি দেবু টুডু, আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সৈয়দ হায়দার আলি। শিক্ষকেরা তাঁদের কাছে শ্রেণিকক্ষ তৈরির দাবি জানান।

তাঁরা বলেন, স্কুলে পড়ুয়াদের বসার জায়গা নেই। স্কুলে ৪৫৭ জন পড়ুয়া রয়েছে। একটি পুরনো ভবন ভেঙে ফেলায় শ্রেণিকক্ষের সমস্যা রয়েছে। ঠাসাঠাসি করে পড়ুয়াদের বসতে হচ্ছে। পৃথক বিভাগ করা সম্ভব হচ্ছে না। ফলে পড়াশোনায় অসুবিধা হয়। স্কুলে মিড-ডে মিল খাওয়ার জায়গা ছোট। এক সঙ্গে জনা পঞ্চাশ পড়ুয়া সেখানে খেতে পারে।

শিক্ষকরা জানান, রান্নার জায়গাও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। গরমে পানীয় জলের সমস্যা রয়েছে। স্কুলে আসা প্রশাসনের কর্তাদের কাছে সেগুলির ব্যাপারে আর্জি জানানো হয়েছে। কিন্তু সেভাবে কাজের কাজ কিছুই হচ্ছে না।স্কুলের শিক্ষকদের অনেকের দাবি, শ্রেণিকক্ষের জন্য এর আগে  অনেক বার বিভিন্ন প্রশাসনিক মহলে দরবার করা হয়েছে। ওই দিন সমস্যাগুলি লিখিত ভাবে জানানোর কথা বলেন বিধায়ক।

আরও পড়ুন: রাজ্যপাল লিখলেন অ, আ... বললেন ‘জয় বাংলা'! হাতেখড়িতে কাকে দিলেন গুরুদক্ষিণা? রাজভবনের ইতিহাসে 'ব্যতিক্রমী' ছবি

স্কুলছুট রোখার দিকে স্কুল কর্তৃপক্ষকে নজর দিতে বলেন দেবু টুডু। এ ব্যাপারে তিনি বলেন, এই স্কুলের গুরুত্ব অপরিসীম। সাহেবডাঙা, ডাঙাপাড়া, পঞ্চমহুলি থেকে আদিবাসী পড়ুয়ারা ওই স্কুলে আসে। ওই স্কুলের পরিকাঠামগত সব সমস্যার যাতে দ্রুত সমাধান হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দফতরকে জানানো হচ্ছে। পরিকাঠামো সমস্যার কথা শিক্ষকরা সবিস্তারে আমাদের জানিয়েছেন। এই সংক্রান্ত বিশেষ অ্যাপ রয়েছে। সেই অ্যাপে সমস্ত নথিভুক্ত করা হয়েছে। এইসব অভাব অভিযোগের কথা দ্রুত রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে পৌঁছে যাবে।

Published by:Pooja Basu
First published:

Tags: Bengal education, Didir doot, South bengal news