ব্যানার দিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করা বেআইনি, যোগী সরকারকে ধমক শীর্ষ আদালতের
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
কোনও আইনই এভাবে আন্দোলনকারীদের চিহ্নিত করতে পোস্টার দেওয়াকে সমর্থন করে না
#নয়া দিল্লি: সিএএ বিরোধী আন্দোলনের পর উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার আন্দোলনকারীদের চিহ্নিত করতে একটি পোস্টার টাঙিয়েছিলেন৷ রাজ্য জুড়ে সেই পোস্টারে বলা হয়েছিল, যাঁরা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাঁদের অন্দোলনের ফলে যদি সরকারি সম্পত্তি নষ্ট হয়, তার ক্ষতিপুরণ আদায় করা হবে, এবং আন্দোলনকারীদের আলাদা করে চিহ্নিত করা হবে৷ সেই বিষয়েই এবার যোগী সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট৷
বিচারপতিরা জানালেন, কোনও আইনই এভাবে আন্দোলনকারীদের চিহ্নিত করতে পোস্টার দেওয়াকে সমর্থন করে না৷ এর কোনও আইনী বৈধতা নেই৷ যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত রায় দেয়নি তিন বিচারকের ডিভিশন বেঞ্চ৷
তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সরকার পক্ষের আইনজীবী তুষার মেহতাকে বলেছেন, বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ পাশাপাশি, সরকারের এই ধরণের পোস্টার দেওয়ার কোনও ক্ষমতা আছে কি না, তাও খতিয়ে দেখতে চেয়েছে আদালত৷ যদিও, যাঁরা আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে বা হিংসায় যুক্ত হয়েছে তাঁদেরও ছাড় দেওয়া হবে বলেও জানিয়েছে আদালত৷
advertisement
advertisement
তুষার মেহতা বলেন, পোস্টারে কেবলমাত্র যাঁরা আন্দোলনের নামে সম্পত্তি নষ্ট করেছেন, তাঁদের জন্য লেখা হয়েছে৷ কিন্তু সেই যুক্তি মানতে চায়নি আদালত৷ লখনউয়ের জেলাশাসক ও পুলিশ কমিশনারকে আদালত নির্দেশ দিয়েছে, এভাবে পরিচয় ধরে দেওয়া পোস্টারগুলি অবিলম্বে সরিয়ে নিতে৷ আগামী ১৬ মার্চ এই বিষয়ে আদালত আরও বিস্তারিত শুনানি করবে বলেও জানিয়ে দিয়েছে৷ সরকার জানিয়েছে, এভাবে কারওর ব্যক্তিগত পরিসরকে এভাবে আঘাত করে সরকার পোস্টার দিয়ে দোষ চাপিয়ে দিতে পারে না৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2020 1:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ব্যানার দিয়ে আন্দোলনকারীদের চিহ্নিত করা বেআইনি, যোগী সরকারকে ধমক শীর্ষ আদালতের